আরও পড়ুন: ডাকাতদের মত মশাল জালিয়ে আজও ডাকাত কালীর পুজো হয়!
সংসারের কাজ সামলে সকালে এবং বিকেলে যে সময় পান তাতেই চুন তৈরির কাজ করছেন পশ্চিম মেদিনীপুরের খড়গপুর গ্রামীণের শ্যামলপুর এলাকার বাসিন্দারা। সঞ্জীব সরকার বেশ কয়েক বছর ধরে চুন প্রস্তুত করে বিভিন্ন দোকানে দোকানে বিক্রি করেন। এখন তাঁর বিক্রি বেশ কিছুটা বেড়েছে। অন্যান্যদের পাশাপাশি তাঁর এই ছোট্ট কারখানায় কাজ করছেন প্রায় ১০ জন মহিলা। যাদের মধ্যে সকলেই গৃহবধূ।কাঁচামাল কিনে এনে চুন তৈরি করে দিচ্ছেন তাঁরা। এবার সেই চুন প্যাকেটে ভর্তি করে দোকান দোকানে বিক্রি করছেন সঞ্জীববাবু।
advertisement
পরিবার ছেলেমেয়ে সামলে চুন প্যাকেটিংয়ের কাজ করেন মহিলারা। এর থেকে যে পারিশ্রমিক পান তা সংসারের কাজে লাগে। তাঁদের বক্তব্য, এই কাজ করে যে পারিশ্রমিক পান তা সংসারে কাজে লাগে।
রঞ্জন চন্দ
Location :
Kolkata,West Bengal
First Published :
November 04, 2023 7:57 PM IST