Kali Puja 2023: ডাকাতদের মত মশাল জালিয়ে আজও ডাকাত কালীর পুজো হয়!
- Reported by:HARASHIT SINGHA
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
ডাকাতদের হাত ধরে শুরু হয়েছিল এই পুজোর। সেই প্রথা মেনে মশালের আলোয় আজও হয়ে চলেছে ডাকাত কালীর পুজো
মালদহ: প্রাচীন রীতি মেনে এখনও মশাল জ্বালিয়ে কালীপুজো হয়। এক সময় ডাকাতদের হাতে শুরু হয়েছিল এই পুজোর। তারা ঠিক যেভাবে পুজো করত সেই ঐতিহ্য আজও বজায় আছে মালদহের হবিবপুরে। দেবীর চক্ষুদানের সময় কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় মন্দিরের সদর দরজা। স্থানীয় লোকমুখে কথিত রয়েছে, চক্ষুদানের সময় নাকি দেবীমূর্তি দুলতে থাকে। তাই আগে শেকল দিয়ে বাঁধা হত প্রতিমা। এখন অবশ্য সেই নিয়ম আর নেই।
বর্তমানে শুধু কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় মন্দির। ভক্তদের কাছে জাগ্রত মালদহের হবিবপুর ব্লকের মানিকোড়া ডাকাত কালী। পুজোকে ঘিরে এখানে সাতদিন ব্যাপী মেলা চলে, বসে গানের আসর মানিকোড়া গ্রামের এই কালী পুজোকে ঘিরে রয়েছে নানান গল্প। স্থানীয়দের মুখে শোনা যায় সেইসব কাহিনী। বাসিন্দাদের দাবি এই পুজো ডাকাত দলের হাত ধরে শুরু হয়। অবিভক্ত বাংলায় ঘন জঙ্গলে ডাকাতেরা শুরু করেছিলেন পুজো। কালী পুজোর রাতে ঘন জঙ্গলে মশাল জ্বালিয়ে পুজো করত রাতভর। ভোর হওয়ার আগেই প্রতিমা বিসর্জন করে চলে যেত ডাকাত দল।
advertisement
advertisement
এই জঙ্গলের মধ্যে ডাকাত দল বাংলাদেশ থেকে এসে পুজো করত। ভোরবেলা ফিরে যেত। পরে জমিদাররা এই পুজো করত। বর্তমানে গ্রামবাসীরা এই কালীপুজোর দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছেন। কালীপুজোর দিন ডাকাত কালীর পুজো দেখতে ভিন রাজ্য থেকেও বহু ভক্ত আসেন। এক বিশাল মেলা বসে এখানে। সাত দিনব্যাপী চলে আলকাপ গানের আসর।
advertisement
হরষিত সিংহ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Nov 04, 2023 7:40 PM IST







