Alipurduar News: এক মাসে চারজন! হাতির হানায় মৃত্যু মিছিল অব্যাহত

Last Updated:

গত এক মাসে হাতির থানায় মাদারিহাটের চারজনের মৃত্যু হয়েছে। এরপর থেকেই প্রবল আতঙ্কে ভুগতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা

+
হাতির

হাতির দল

আলিপুরদুয়ার: হাতির হানায় মৃত‍্যু মিছিল অব‍্যাহত মাদারিহাটে। একমাসের মধ‍্যে দাঁতালের আক্রমণে চারজনের মৃত্যু হয়েছে। তারপরেও জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে ঢুকে হাতির আক্রমণ বন্ধ হয়নি। গোটা ঘটনায় মারাত্মক আতঙ্কে ভুগছে এলাকার মানুষ। বিষয়টি নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন বন দফতর‌ও।
আরও পড়ুন: ৩০০ বিরল ভেষজ উদ্ভিদ নিয়ে বিশাল বাগান
গত ১২ অক্টোবর মাদারিহাটের উত্তর খয়েরবাড়িতে হাতির হানায় মৃত্যু হয় এলাকার বাসিন্দা কাঞ্ছা রাইয়ের। এরপর ১৮ অক্টোবর মাদারিহাটের মেঘনাদ সাহা নগরে হাতির হানায় মৃত্যু হয় স্থানীয় বাসিন্দা শ‍্যামদাস শর্মার। ফের ১ নভেম্বর খয়েরবাড়ির বাসিন্দা প্রেমনাথ ওরাঁওয়ের হাতির হানায় মৃত্যু হয়। পরেরদিন অর্থাৎ ২ নভেম্বর রাতে মধ‍্য খয়েরবাড়ির বাসিন্দা রাজেন বর্মণের মৃত্যু হয় হাতির হানায়।
advertisement
advertisement
লাগাতার হাতির হানায় মৃত্যুর ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা। স্থানীয়রা জানান, নিয়মিত জঙ্গল থেকে বুনো হাতির দল এলাকায় প্রবেশ করছে। তারপর জমির ফসল নষ্ট করে দিচ্ছে। এছাড়াও ঘরবাড়ি ভেঙে দিচ্ছে। এমনকি সামনে কোন‌ও মানুষ পড়ে গেলে তাকে আক্রমণ‌ও করছে হাতি। বারবার হাতি হানা দিলেও বন দফতর এই বিষয়ে কোনও কার্যকরী পদক্ষেপ না করতে পারায় ক্ষুব্ধ স্থানীয়রা।
advertisement
এই বিষয়ে আলিপুরদুয়ার জেলা পরিষদের বন কর্মাধক্ষ‍ দীপ নারায়ণ সিনহা জানান, এক মাসে হাতির হানায় চারজনের মৃত্যু খুবই দুঃখজনক ঘটনা। এই বিষয়ে করণীয় কী তা জানতে বন দফতরের সঙ্গে আলোচনায় বসা হবে। তবে এইসব প্রতিশ্রুতি বা কথাবার্তায় ভয় দূর হয়নি এলাকাবাসীর। তাঁরা প্রশাসনের কাছে নিশ্ছিদ্র নিরাপত্তার আর্জি জানিয়েছেন।
অনন্যা দে
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: এক মাসে চারজন! হাতির হানায় মৃত্যু মিছিল অব্যাহত
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement