West Bardhaman News: ৩০০ বিরল ভেষজ উদ্ভিদ নিয়ে বিশাল বাগান
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:NAYAN GHOSH
Last Updated:
হারিয়ে যেতে বসা ৩০০ টি ভেষজ উদ্ভিদকে নিয়ে গড়ে উঠল বিশাল বাগান। পাণ্ডবেশ্বরে গেলেই চমকে উঠবেন
পশ্চিম বর্ধমান: একটা সময় বিভিন্ন গাছ-গাছড়া থেকেই মূলত চিকিৎসার ওষুধ তৈরি হতো। সেই আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহৃত হত গাছের পাতা থেকে শিকড় সবকিছু। সেইসব অমূল্য ভেষজ উদ্ভিদ নিয়ে বিশাল এক বাগান গড়ে উঠেছে পাণ্ডবেশ্বরে। এখানে ৩০০ টিরও বেশি ভেষজ উদ্ভিদ আছে।
সঞ্জীবনী থেকে বিশল্যকরণী, বাসক থেকে তুলসী, লবঙ্গ থেকে দারচিনি অথবা আমআদা বা কামরাঙা, বিভিন্ন রকমের ভেষজ গাছ দিয়ে সাজিয়ে তোলা হয়েছে গোটা উদ্যান। এই বিষয়ে পাণ্ডবেশ্বরের বিডিও জানান, ভেষজ উদ্ভিদগুলির চিকিৎসা ক্ষেত্রে ব্যাপক গুরুত্ব রয়েছে। আজও অনেক সময় অতিরিক্ত ঠান্ডার প্রকোপে বাসক পাতা ব্যবহার করা হয়। পেট সুস্থ রাখতে ব্যবহৃত হয় কালমেঘ। কিন্তু এই সমস্ত গাছগুলি হারিয়ে যাচ্ছিল। তাই বিশেষ উদ্যোগ নিয়ে শুধু ভেষজ উদ্ভিদের এই বাগান গড়ে তোলা হয়েছে।
advertisement
advertisement
তাই এই উদ্যানের মাধ্যমে হারিয়ে যেতে বসা ভেষজ উদ্ভিদগুলিকে যেমন বাঁচিয়ে রাখা যাবে, তেমনভাবেই ছোট ছোট শিশু থেকে মানুষের মনে আবার এই সমস্ত উদ্ভিদগুলির গুরুত্ব ফিরিয়ে আনা যাবে। সম্প্রতি এই উদ্যানটির উদ্বোধন হয়। দেখাশোনার দায়িত্বে আছে পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতি।
নয়ন ঘোষ
Location :
Kolkata,West Bengal
First Published :
November 04, 2023 6:15 PM IST