Uttar Dinajpur News: ৫ কিলোমিটার রাস্তার সব গাছ তাঁর লাগানো! চিনুন কে এই 'গাছ পাগলা সাধু'

Last Updated:

জীবনে পঞ্চাশ হাজারের বেশি চারা গাছ রোপন করেছেন! বৃদ্ধ নারায়ণ সরকারের এই কীর্তির জন্য সবাই তাঁকে 'গাছ পাগলা সাধু' বলে ডাকে

+
title=

উত্তর দিনাজপুর: একশ্রেণির অসাধু মানুষ যখন নির্বিচারে একের পর এক গাছ কেটে চলছে ঠিক সেই সময় এমন একজনের সন্ধান পাওয়া গেল যার ধ্যান-জ্ঞান সবকিছুই শুধুমাত্র গাছকে ঘিরে। কালিয়াগঞ্জের ৭০ বছরের বৃদ্ধ নারায়ণ সরকার তাঁর এই উদ্ভিদ প্রীতির কারণে এলাকায় ‘গাছ পাগল সাধু’ নামে পরিচিত।
উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের যোগী পুকুর গ্রামে থাকেন ৭০ বছরের নারায়ণ সরকার। ছোট থেকেই তাঁর নেশা রাস্তার ধারে ধারে গাছ লাগানো। এ পর্যন্ত নিজের হাতে পঞ্চাশ হাজারেরও বেশি চারা গাছ রোপণ করেছেন। এর মধ্যে আছে আম, জাম, কাঁঠাল, লিচু ছাড়াও বট, পাকুর, কদম, নিম সহ সমস্ত ধরনের ফল এবং ঔষধি গাছ। এই সূত্রে বন দফতরের পক্ষ থেকে পেয়েছেন বহু সম্মান।
advertisement
advertisement
পেশায় কৃষিজীবী নারায়ণবাবু। তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। গাছ নিয়ে এই ভালবাসা প্রসঙ্গে নারায়ণবাবু জানান, মনোহরপুর থেকে যোগী পুকুর যাওয়ার ৫ কিলোমিটার রাস্তার দু’পাশে যত গাছ আছে সবই তাঁর হাতে লাগানো! এর মধ্যে অনেক গাছ বেঁচে আছে, আবার অনেকগুলি দুষ্কৃতীরা কেটে নিয়ে গিয়ে বিক্রি করে দিয়েছে। তবে এতে তিনি যে হতাশ নন তা পরিষ্কার জানিয়েছেন। বরং গাছ লাগানোর লড়াই আরও জোরদার হয় বলে নারায়ণ সরকারের দাবি। জানান, চোখের সামনে গাছ কাটা দেখলে আর স্থির হয়ে থাকতে পারেন না। এই প্রসঙ্গে সমাজ সচেতনতার বার্তা দিয়ে গাছ পাগলা সাধু বলেন, আগামী প্রজন্মের জন্য সুস্থ পৃথিবী রেখে যেতে হলে আমাদের সকলকে গাছ লাগাতে হবে।
advertisement
শুধু নিজেই গাছ লাগানোর কাজ করে থেমে থাকেন না নারায়ণবাবু। আশেপাশের বাসিন্দাদের গাছ লাগানোর জন্য রীতিমতো উৎসাহিত করে চলেন।জানান, একটি গাছ থেকে কলম করে হাজারের উপর চারা তৈরি করা যায়। ফলে একটি গাছ থেকে সৃষ্টি হয় অনেক প্রাণের। গ্রামের বিভিন্ন গাছ থেকে কলম করার পাশাপাশি কালিয়াগঞ্জ শহরের অলিগলি ঘুরে ফেলে দেওয়া আম, জাম, কাঁঠাল সহ বিভিন্ন ফলের বীজ সংগ্রহ করে এনেও তিনি চারা তৈরি করেন।
advertisement
নারায়ণ সরকারের স্ত্রী অরুণাদেবী বলেন, বিয়ের পর থেকেই দেখছি ও কৃষিকাজ সেরে চলে যায় রাস্তার ধারে গাছ লাগাতে। ওঁর এটা নেশা। ভাল কাজ করছে, তাই বাধা দিইনি। গাছ লাগানোর নেশায় বাড়ির কাছেই ছোট একটা নার্সারি করে ফেলেছে বৃদ্ধ।
পিয়া গুপ্তা
view comments
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Uttar Dinajpur News: ৫ কিলোমিটার রাস্তার সব গাছ তাঁর লাগানো! চিনুন কে এই 'গাছ পাগলা সাধু'
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement