আরও পড়ুন: এই প্রথম জেব্রা ক্রসিং মালদহে
পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহল অধ্যুষিত কেশিয়াড়ি ব্লকের প্রান্তিক এলাকায় অবস্থিত নছিপুর আদিবাসী হাই স্কুল। এখানেই তৈরি করা হয়েছে এই ভেষজ বাগান। সাজানো গোছানো এই বিদ্যালয়ের এক পাশে রয়েছে প্রায় চল্লিশেরও বেশি ভেষজ উদ্ভিদের একটি বাগান। সেখানে আছে সর্পগন্ধা, তুলসীর নানা প্রকারভেদ, হলুদ, গোলমরিচ সহ নানাবিধ ভেষজ উদ্ভিদ।
advertisement
বিদ্যালয় সূত্রে খবর, এই বাগান ছাত্রছাত্রীরা নিজেরাই তৈরি করেছে। গাছ লাগানো থেকে গাছের পরিচর্যা সবটাই করে বিদ্যালয়ে আবাসিকেরা। ভেষজ বাগান তৈরিতে সাহায্য করেছেন বিদ্যালয়ের শিক্ষকেরা। হারিয়ে যাওয়া এই সমস্ত ভেষজ গাছের গুণাবলী সম্পর্কে ছাত্রছাত্রীদের শিক্ষা দিতে, প্রান্তিক এলাকায় বিদ্যালয়ে নিজেদের উদ্যোগেই ভেষজ বাগান তৈরি করা হয়েছে। আবাসিক পড়ুয়াদের নানা সমস্যায় প্রাথমিকভাবে এই সমস্ত ভেষজ গাছের মূল, কাণ্ড, পাতা ব্যবহার করা হয়। আগামী দিনে এই ভেষজ বাগান আরও বড় করা হবে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।
রঞ্জন চন্দ