Malda News: এই প্রথম জেব্রা ক্রসিং মালদহে
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:HARASHIT SINGHA
Last Updated:
প্রথমবারের জন্য জেব্রা ক্রসিং দেখা যাবে মালদহের রাস্তায়
মালদহ: শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি মোড়। এই মোড়ে যানজট সমস্যা নিত্যদিনের সঙ্গী। এতদিন পথচারীদের রাস্তা পারাপারের জন্য ছিল না জেব্রা ক্রসিং। ফলে পথ চলতি মানুষ যে যার মত এদিক ওদিক দিয়ে যাতায়াত করত। এতে যানবাহন চলাচলে যেমন সমস্যা হত তেমনই ট্রাফিক নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হত ট্রাফিক পুলিশ কর্তাদের। শুধুমাত্র রথবাড়ি মোড় নয়, মালদহ শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় এই ধরনের যানজট সমস্যা নিত্যদিনের। কিন্তু সামনেই দুর্গাপুজো। ফলে শহরে মানুষের ভিড় ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষকে সচেতন করতে ও নিরাপদে রাস্তা পারাপারের শহরের রথবাড়ি মোড়ে জাতীয় সড়ক সহ একাধিক রাস্তায় জেব্রা ক্রসিং তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে শুরু হয়েছে জেব্রা ক্রসিং তৈরির কাজ।
শুধুমাত্র রথবাড়ি নয়, মালদহ শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে জেব্রা ক্রসিং চিহ্ন তৈরি করা হবে পুলিশের পক্ষ থেকে। যাতে সাধারণ মানুষ নির্দিষ্ট জায়গা দিয়েই রাস্তা পারাপার করতে পারে। এছাড়াও ট্রাফিক পুলিশের পক্ষ থেকে যানবাহন চলাচলের নিয়ন্ত্রণ ও ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা আরও বেশি উন্নত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ট্রাফিক সিগন্যালের কাছে রাস্তার উপর বাংলা ও ইংরেজি হরফে ‘থামুন’ বা ‘স্টপ’ লেখা হচ্ছে। গাড়ি চালকেরা রাস্তার উপরে ট্রাফিক সিগন্যাল লাল হলে সেখানেই থামবে। গোটা রাস্তা জুড়ে লেখা হচ্ছে স্টপ। এতে করে চালকেরা সহজে বুঝতে পারবেন ট্রাফিক সিগন্যাল লাল হলে ঠিক কোথায় দাঁড়াতে হবে।
advertisement
advertisement
মালদহ জেলাজুড়ে ট্রাফিক ব্যবস্থা উন্নত করতে জেলা পুলিশের পক্ষ থেকে আধুনিক একটি মেশিন দেওয়া হয়েছে ট্রাফিক পুলিশকে। এই মেশিনের সাহায্যেই ট্রাফিক পুলিশের কর্তারা রাস্তার বিভিন্ন মোড়ে জেব্রা ক্রসিং, স্টপ, রাস্তার দুই ধারের মার্ক চিহ্ন তৈরি করছেন। ডিএসপি ( ট্রাফিক) বিপুল ব্যানার্জি বলেন, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় জেব্রা ক্রসিং ছিল না। নতুন করে জেব্রা ক্রসিং তৈরি করা হচ্ছে। এছাড়াও শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে ট্রাফিক সিস্টেম ব্যবস্থার সংস্কার করা হচ্ছে।
advertisement
হরষিত সিংহ
Location :
Kolkata,West Bengal
First Published :
September 14, 2023 4:19 PM IST