Uttar Dinajpur News: বিশ্বকর্মাপুজোর আগে ব্যস্ততা তুঙ্গে মৃৎশিল্পীদের
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:PIYA GUPTA
Last Updated:
বিশ্বকর্মাপুজোর আগে ব্যস্ততা তুঙ্গে মৃৎশিল্পীদের। নাওয়া খাওয়া ভুলে সকলে মিলে কাজ করছেন
উত্তর দিনাজপুর: হাতে আর মাত্র তিন দিন, এরইমধ্যে প্রতিমা তৈরি করে মন্ডপে পাঠিয়ে দিতে হবে ফলে বিশ্বকর্মা পূজোর আগে ব্যস্ততার চরমে উঠেছে কালিয়াগঞ্জের প্রতিমা শিল্পীদের।
আরও পড়ুন: হাতির আক্রমণ ঠেকাতে বিকল্প চাষের পরামর্শ
কালিয়াগঞ্জের হাটপাড়ার মৃৎশিল্পীদের পরিবারের সকলে মিলে ব্যস্ত বিভিন্ন ধরনের প্রতিমা তৈরিতে। কারন শুধু বিশ্বকর্মা নয় তারপরের দিনই আছে গণেশ পুজো। তাই মৃৎশিল্পীদের পরিবারের কেউ ব্যস্ত প্রতিমাগুলোকে কাপড় পরানোর কাজে, আবার কেউ চোখে বা হাতে রঙের টান দিতে ব্যস্ত। কখনও চড়া রোদ, আবার কখনও মেঘলা আকাশে বৃষ্টি তারই মধ্যে জোরকদমে চলছে প্রতিমা নির্মাণের কাজ।
advertisement
advertisement
প্রতিমা শিল্পী চন্দন পাল জানান, এই বছর মূর্তির দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় প্রতিমার দামও বাড়িয়েছেন তাঁরা। এ বছর অর্ডার খুব বেশি নেই। তাই ছোট বড় মিলিয়ে প্রায় ৫০ টি ঠাকুর বানিয়েছেন। প্রতিমার সরঞ্জামেরও দাম এবছর বেশ চড়া। প্রতিমার দাম বেড়ে যাওয়ায় কোনরকম হয়ত নম নম করেই পুজো সারার প্রবণতা বেড়েছে। এদিকে প্রতিমা তৈরি পেশায় অনিশ্চয়তা বৃদ্ধি পাওয়ায় মৃৎশিল্পীদের পরিবারের পরবর্তী প্রজন্ম অন্য পেশায় চলে যাচ্ছে।
advertisement
পিয়া গুপ্তা
Location :
Kolkata,West Bengal
First Published :
September 14, 2023 4:00 PM IST