প্রতিবছর ঘাটালে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। আগামী বৃহস্পতিবার পর্যন্ত জেলা জুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। তবে ইতিমধ্যেই ঘাটালে SDRF এর একটি দল এসে পৌঁছেছে বলে মহকুমা প্রশাসন সূত্রে খবর। তবে নদীর জলস্তর ধীরে ধীরে বাড়ছে। ঝুমি, শিলাবতী নদীতেও জলস্তর বাড়ছে। মহকুমার তিনটি মাটির ঘর প্রবল বৃষ্টির কারণে ভাঙলেও ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির কোনও ঘটনা নেই। ঘাটাল পুর এলাকায় বেশ কিছু ওয়ার্ড জলমগ্ন হয়ে রয়েছে। ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় মাইকিং করা হচ্ছে, মোতায়েন রয়েছেন প্রশাসনিক আধিকারিকেরা। পাশাপাশি নজরদারি চালানো হচ্ছে জলমগ্ন এলাকায়।
advertisement
ইতিমধ্যে ঘাটালের বন্যা পরিস্থিতি ঘুরে দেখেন জেলাশাসক খুরশেদ আলী কাদরি, জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার সহ ব্লক ও জেলা প্রশাসনের আধিকারিকেরা।স্বাভাবিকভাবে পুজোর মরশুমে নতুন করে প্লাবিত হওয়ায় চিন্তায় সকলে। আনন্দ উৎসবের আগে যেন বিপদের হাতছানি।