TRENDING:

West Midnapore News: স্বনির্ভরতা লক্ষ্যে কলেজেই হস্তশিল্প প্রদর্শনী ও বিক্রি ছাত্রীদের 

Last Updated:

কলেজেই হস্তশিল্প প্রদর্শনী ও হস্তশিল্পে বিক্রি ছাত্রীদের, স্বনির্ভরতার লক্ষ্যে এই উদ্যোগ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দাঁতন, পশ্চিম মেদিনীপুর: লকডাউনের সময় কলেজে হয়েছিল প্রশিক্ষণ। এবার কলেজেই হস্তশিল্প প্রদর্শনী ও বিপণন কেন্দ্র করল পড়ুয়াদের স্বনির্ভর দল। কলেজ পড়ুয়া তারা আবার স্বনির্ভর দলের সদস্য। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন দাঁতনের ভট্টর কলেজের সেমিনার কক্ষে হস্তশিল্প প্রদর্শনী ও বিপণন কেন্দ্র খুললো পাঁচ পড়ুয়া। পাঁচজন কলেজ পড়ুয়া তাদের নিজেদের বানানো সামগ্রী দিয়ে স্টল দিয়েছিলেন। বিক্রিও এদিন হয়েছে ভাল।
advertisement

আরও পড়ুন: সিলিং ফ্যান থেকে ঝুলছে যুবকের দেহ! গলায় দড়ি দেওয়ার আগে নাকি ভিডিও কল করেছিল

মহাবিদ্যালয় সূত্রে খবর, কলেজ পড়ুয়াদের একটি স্বনির্ভর দল রয়েছে। স্নাতক ও স্নাতকোত্তর পড়ুয়াদের এই স্বনির্ভর দলে এখন সদস্য সংখ্যা ২০ জন। স্বনির্ভর দলের সদস্য তথা কলেজ পড়ুয়াদের সহযোগিতা করেন অধ্যাপক সনাতন দাস ও অধ্যাপিকা শুভ্রা চন্দ। মাতৃভাষা দিবসের দিন কলেজের সেমিনার কক্ষে হস্তশিল্প প্রদর্শনীতে কলেজের পাঁচজন ছাত্রী ঋত্বিকা সিংহ, অমৃতা পয়ড়্যা, পায়েল প্রধান, লিজা ঘটক ও শম্পা বেরা স্টল দিয়েছিলেন। কেউ বানিয়েছেন কাচের বোতলে নানা ডিজাইন, পাটের ব্যাগের উপর কারুকার্য, উত্তরীয় ও বসার আসন। কেউ বানিয়েছেন শৌখিন ব্লাউজও।

advertisement

পশ্চিম মেদিনীপুরের মহাবিদ্যালয়ের অন্যান্য পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকারা এদের হস্তশিল্পের সামগ্রী কিনেছেন। এদিনের এই প্রদর্শনী থেকে বেশ উৎসাহ পেয়েছেন স্বনির্ভরদলের পড়ুয়ারা। শুধু তাই নয় অর্ডারও পেয়েছেন বেশ। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন, আগামী ৪ মার্চ কলেজে বসন্ত উৎসবের দিন ফের স্টল দেওয়া হবে। সেদিন আরও বেশি মানুষের কাছে পৌঁছানো যাবে। স্নাতকোত্তরের ছাত্রী অমৃতা পয়ড়্যা ও লিজা ঘটক বলেন, এদিন প্রায় ৮০০ টাকার সামগ্রী বিক্রি হয়েছে। অর্ডারও পেয়েছি। এখান থেকে স্বনির্ভর হওয়ার দিশা দেখতে পাচ্ছি।

advertisement

View More

আরও পড়ুন: রায়দীঘিতে কালীমন্দিরে ৭ লক্ষ টাকার গয়না চুরির কিনারা, গ্রেফতার ৩

আর এই কাজে সহযোগিতা করেছে কলেজ। পড়ুয়াদের গাইড তথা কলেজের অধ্যাপক সনাতন দাস বলেন, প্রদর্শনী থেকে প্রায় ৯০% সামগ্রী বিক্রি হয়েছে। পড়ুয়াদের স্বনির্ভর করতে আমরা তাদের পরামর্শ দিয়ে সহযোগিতা করি। বর্তমান পরিস্থিতিতে পড়ুয়াদের স্বনির্ভর করতে এই উদ্যোগ এবং প্রথম প্রদর্শনীতে মন কেড়েছে সকলের।

advertisement

Ranjan Chanda

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News: স্বনির্ভরতা লক্ষ্যে কলেজেই হস্তশিল্প প্রদর্শনী ও বিক্রি ছাত্রীদের 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল