পশ্চিম মেদিনীপুরের সদর শহরের কাছেই অবস্থিত গোপগড় ইকোপার্ক। এখানে আশেপাশের এলাকার বহু মানুষ ঘুরতে আসেন। মঙ্গলবার সকালে সেখানেই হঠাৎ ঢুকে পড়ে একটি দলছুট হাতি। খবর পেয়েই ছুটে আসেন বনকর্মীরা। হাতিটিকে দ্রুত বাগে আনার তাঁরা অনেক চেষ্টা করেন। কিন্তু সারা সকালটা বনকর্মীদের কার্যত নাকে দড়ি দিয়ে ঘোরায় দাঁতালটি। তাকে কাবু করতে গিয়ে আহত হন এক বনকর্তা। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে আন্দাজ করে ঘুম পাড়ানি গুলি ছুড়ে হাতিটিকে ট্রাঙ্কুলাইজ করা হয়।
advertisement
আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের আগে আইনশৃঙ্খলা রক্ষায় তমলুককে দুটি নতুন পুলিশ ক্যাম্প
ঘুম পাড়ানি গুলির জেরে অচেতন হয়ে পড়া হাতিটিকে ক্রেনের সাহায্যে ট্রাকে তুলে গোপগড় ইকোপার্ক থেকে বেরিয়ে যান বড়কর্মীরা। জানা গিয়েছে হাতিটিকে সুস্থ করে কোনও গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
ঘন ঘন জঙ্গল ছেড়ে লোকালয়ে হাতি চলে আসার ঘটনায় অত্যন্ত উদ্বিগ্ন সাধারণ মানুষ তবে বনকর্তারা বলছেন জঙ্গলে আগুন লাগিয়ে দেওয়ার ফলে হাতির লোকালয়ে চলে আসার প্রবণতা বেড়েছে পাশাপাশি জঙ্গল এর গাছপালা কেটে ফেলার ফলে হাতির খাবারের অভাব ঘটছে। তাই লোকালয়ে এসে তারা খাবার সংগ্রহের চেষ্টা করছে। তবে বনকর্তারা প্রতিশ্রুতি দিয়েছেন মানুষের সঙ্গে হাতির সংঘর্ষ এড়াতে তাঁরা সর্বদা সক্রিয় আছেন।
রঞ্জন চন্দ