প্রসঙ্গত রাজ্য বিজেপির নির্দেশ অনুযায়ী বিভিন্ন ব্লকে ব্লকে গিয়ে প্রান্তিক এলাকায় জনসংযোগে অংশ নিচ্ছে বিজেপির শীর্ষস্থানীয় নেতারা। সেইমতো নিজের লোকসভা কেন্দ্রে দাঁতনের মালযমুনাতে কর্মসূচিতে গিয়ে পুকুরপাড়ে বসে অন্যান্য কর্মী সমর্থকদের সঙ্গে ছিপ দিয়ে মাছ ধরলেন তিনি। তাঁর ছিপে উঠে এল একাধিক মাছ।
দলীয় সূত্রে খবর, মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ গ্রামের ছেলে। জঙ্গলমহল ঝাড়গ্রামের প্রান্তিক এলাকায় বাড়ি দিলীপের। স্বাভাবিকভাবে, রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি গ্রাম্য এলাকার স্বাদ নিতে পুকুর পাড়ে বসেই ছিপ দিয়ে মাছ ধরলেন সাংসদ। তবে সারাদিন একাধিক কর্মসূচিতে যোগ দেন দিলীপ ঘোষ। এ দিন বিকেলে পশ্চিম মেদিনীপুরের বেলদায় একটি মন্দিরে পুজো এবং বাড়িতে বাড়িতে গিয়ে জনসংযোগ সারেন তিনি।
advertisement
আরও পড়ুন, ধর্না কর্মসূচির সময় রামলীলা ময়দানে থাকার আর্জি, দিল্লি পুলিশকে চিঠি তৃণমূলের
আরও পড়ুন, যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনা কর্তৃপক্ষকে জানাননি যে ছাত্ররা তাঁদের শাস্তির সুপারিশ
দিলীপ ঘোষ বলেন, “রাজ্য জুড়ে আমার মাটি, আমার দেশ কর্মসূচি চলছে। সেই মত আজ বেলদায় গাছ লাগানো হল।” এখান থেকে মাটি নিয়ে দিল্লি যাবেন। পাশাপাশি মানুষের বাড়ি বাড়ি যাওয়া হচ্ছে। সামনে লোকসভা নির্বাচনের আগে, জনসংযোগে মরিয়া বিরোধী দল বিজেপি।
Ranjan Chanda





