TRENDING:

West Burdwan News : সপরিবারে বেড়াতে গিয়েছিলেন, শেষে এই পাথরের খাদানে মিলল ৪ দেহ! হাড়হিম ঘটনা আসানসোলে

Last Updated:

পরিত্যক্ত পাথর খাদান থেকে উদ্ধার হয়েছে একই পরিবারের চার সদস্যের মৃতদেহ৷ দেহগুলি পরিচয় জানতে গিয়ে উঠে এল করুণ কাহিনী

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আসানসোল, পশ্চিম বর্ধমান : মর্মান্তিক ঘটনা আসানসোলে। গত রবিবার রাতে যে চারটি দেহ উদ্ধার হয়েছিল পরিত্যক্ত পাথর খাদান থেকে। সেই দেহগুলি পরিচয় জানতে গিয়ে উঠে এল করুণ কাহিনী। উদ্ধার হয়েছে একই পরিবারের চার সদস্যের মৃতদেহ। পরিত্যক্ত পাথর খাদান থেকে এক পরিবারের চারজনের দেহ উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যেই দেহগুলি পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে।
advertisement

জানা গিয়েছে, আসানসোলে বসবাস করা বিজয়ের রাউত ও তার পরিবারের দেহ উদ্ধার রয়েছে পরিত্যক্ত খাদান থেকে। বিজয় বাবু বিদ্যুৎ দফতরের অস্থায়ী কর্মী ছিলেন বলে জানা গিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, সপরিবারে আত্মহত্যা করেছেন তিনি। চলতি মাসের ১০ তারিখ বেরিয়েছিলেন বাড়ি থেকে ঘুরতে যাওয়ার নাম করে। তার পাঁচ দিন পরে পরিবারের সকল সদস্যদের মৃতদেহ পরিত্যক্ত পাথর খাদানে ভাসতে দেখা যায়। যে ঘটনা জেনে হতবাক হয়ে গিয়েছেন বিজয় বাবুর আত্মীয়, প্রতিবেশী এবং পরিচিত সকলেই।

advertisement

আরও পড়ুন: অজয় নদীতে প্রবাহিত হয়েছিলেন দেবী গঙ্গা! জানুন মকর সংক্রান্তির ইতিহাস

প্রতিবেশীরা সকলে এই জানিয়েছেন, বিজয় বাবুর পরিবারে কোনও অশান্তি ছিল না। সকলেই সুখে বসবাস করতেন। বিজয় বাবু আদতে বিহারের বাসিন্দা। থাকতেন আসানসোলে বাড়ি ভাড়া নিয়ে। পরিবারও সঙ্গে থাকত তার। বিদ্যুৎ দফতরের অস্থায়ী কর্মী হিসেবে কর্মরত ছিলেন তিনি। গত ১০ জানুয়ারি তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন ঘুরতে যাওয়ার নাম করে। তার পাঁচ দিন পর পরিবারের সকল সদস্যদের দেহ উদ্ধার করা হয়েছে। আসানসোলের কাল্লা এলাকায় ১৪ নম্বর ওয়ার্ডের পরিত্যক্ত একটি পাথর খাদান থেকে উদ্ধার করা হয়েছে দেহগুলি।

advertisement

View More

আরও পড়ুন: পানাগড় সেনা ছাউনিতে পালিত হল আর্মড ফোর্সেস ভেটারেন্স ডে

পুলিশ সূত্রে জানা গিয়েছে উদ্ধার হওয়া সকল দেহগুলির নাম এবং পরিচয়। আসানসোল উত্তর থানার কাল্লা ছাতা পাথর এলাকায় পরিত্যক্ত পাথর খাদান থেকে উদ্ধার হয়েছে চারজনের দেহ। মৃতদের নাম বিজয় রাউত, মিঠু রাউত, তাদের ১১ বছরের ছেলে কৃষ্ণা রাউত এবং দু'বছরের লাডো রাউত। আসানসোলের লাল বাংলোর বাসিন্দা তারা। জানা গিয়েছে ১০ জানুয়ারি রাত ১১ টার সময় বাড়ি থেকে তারা বেরিয়েছিল। পাঁচদিন পর গত রবিবার সন্ধ্যায় পরিত্যক্ত পাথর খাদান থেকে চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রীতি মেনে নৈহাটি বড় মা কালীর পুজো! লক্ষাধিক ভক্তদের মাঝে চলছে প্রসাদ বিতরণ
আরও দেখুন

Nayan Ghosh

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Burdwan News : সপরিবারে বেড়াতে গিয়েছিলেন, শেষে এই পাথরের খাদানে মিলল ৪ দেহ! হাড়হিম ঘটনা আসানসোলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল