Armed Forces Veterans Day: পানাগড় সেনা ছাউনিতে পালিত হল আর্মড ফোর্সেস ভেটারেন্স ডে

Last Updated:

পানাগড় সেনা চাউনিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় আর্মড ফোর্সেস ভেটারেন্স ডে

পশ্চিম বর্ধমান: শনিবার যথাযথ মর্যাদায় পালিত হল সপ্তম আর্মড ফোর্সেস ভেটারেন্স ডে। দেশের মোট ৯ টি জায়গায় পালন করা হয়েছে এই দিনটি। সেই তালিকায় ছিল পশ্চিম বর্ধমানের পানাগড় সেনা ছাউনি। পানাগড়ের এই অনুষ্ঠানে যেখানে উপস্থিত হয়েছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর।
দেশাত্মবোধক গান ও নৃত্যের মাধ্যমে শুরু হয় এই অনুষ্ঠান। পাশাপাশি বেশ কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল সপ্তম আর্মড ফোর্সেস ভেটারেন্স ডে উপলক্ষে। এই উপলক্ষে সম্মানিত করা হয় প্রাক্তন সেনা কর্মীদের। এছাড়াও যুদ্ধ এবং সীমান্তে দায়িত্বরত অবস্থায় নিহত জওয়ানদের পরিবারকেও সম্মানিত করা হয়েছে। প্রসঙ্গত, প্রতি বছর ১৪ জানুয়ারি সশস্ত্র বাহিনী ভেটারেন্স দিবস পালন করা হয়।
advertisement
ফিল্ড মার্শাল কে এম কারিয়াপ্পা ভারতীয় সেনাবাহিনীর প্রতি যে অবদান রেখেছিলেন, সেই কথা স্মরণ করে ১৪ জানুয়ারি এই আর্মড ফোর্সেস ভেটারেন্স ডে পালন করা হয়। ফিল্ড মার্শাল কে এম কারিয়াপ্পা ছিলেন স্বাধীন ভারতীয় সেনাবাহিনীর প্রথম ভারতীয় প্রধান। তিনি ১৪ জানুয়ারী ১৯৫৩ সালে চাকরি থেকে অবসর গ্রহণ করেছিলেন। তিনি যেদিন বাহিনী থেকে অবসর নেন, সেই দিনটিকে স্মরণ করে আর্মড ফোর্সেস ভেটারেন্স ডে পালন করা হয়। প্রথম সশস্ত্র বাহিনী ভেটারেন্স দিবস ২০১৬ সালের ১৪ জানুয়ারি পালিত হয়েছিল। তারপর থেকেই সম্মান জ্ঞাপন ইন্টারেক্টিভ ইভেন্ট এবং দেশাত্মবোধক গান, নৃত্যের মাধ্যমে দিনটিকে স্মরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
advertisement
এই বছর জুহুনঝুনু, জলন্ধর, দিল্লি, দেরাদুন, চেন্নাই, চণ্ডিগড়, ভুবনেশ্বর, মুম্বাইয়ের পাশাপাশি বাংলার পানাগড়েও অনুষ্ঠান হয়। তবে মূল অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল দেরাদুনে। যেখানে হাজির ছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি নিহত বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানান ও প্রাক্তন সেনা কর্মীদের সম্মানজ্ঞাপন করেন। পানাগড়ের অনুষ্ঠানে যোগ দিয়ে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর প্রাক্তন সেনা কর্মীদের সঙ্গে আলোচনা করেন।, তাঁদের সম্মান জানান।
advertisement
নয়ন ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Armed Forces Veterans Day: পানাগড় সেনা ছাউনিতে পালিত হল আর্মড ফোর্সেস ভেটারেন্স ডে
Next Article
advertisement
SIR Update: কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি SIR-এ নাম কাটা যাবে? জবাব দিল কমিশ
কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি নাম কাটা যাবে? জেনে নিন
  • এসআইআর নিয়ে আশ্বস্ত করল নির্বাচন কমিশন৷

  • কবে বাড়িতে আসবেন বিএলও?

  • নাম কাটা যাওয়ার ভয় দূর করলেন রাজ্যের সিইও৷

VIEW MORE
advertisement
advertisement