TRENDING:

Paschim Medinipur News: শিক্ষকের অভাবে হচ্ছে না প্রতিবন্ধী পড়ুয়াদের পড়াশোনা

Last Updated:

পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের নিম্বার্ক মঠ প্রতিবন্ধী শিক্ষা নিকেতনে শিক্ষকের অভাবে হচ্ছেনা পড়াশোনা। বিদ্যালয়ের প্রতিবন্ধী পড়ুয়াদের থেকে উঠে এল এমনই চাঞ্চল্যকর তথ্য। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর নিম্বার্ক মঠ প্রতিবন্ধী শিক্ষা নিকেতনে রয়েছে প্রায় ১০০ জন প্রতিবন্ধী পড়ুয়া।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পশ্চিম মেদিনীপুর : পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের নিম্বার্ক মঠ প্রতিবন্ধী শিক্ষা নিকেতনে শিক্ষকের অভাবে হচ্ছেনা পড়াশোনা। বিদ্যালয়ের প্রতিবন্ধী পড়ুয়াদের থেকে উঠে এল এমনই চাঞ্চল্যকর তথ্য। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর নিম্বার্ক মঠ প্রতিবন্ধী শিক্ষা নিকেতনে রয়েছে প্রায় ১০০ জন প্রতিবন্ধী পড়ুয়া। তাদের জন্য রয়েছে শিক্ষা ব্যবস্থাও। কিন্তু খামতি রয়েছে শিক্ষকের। দাসপুরের নিম্বার্ক মঠ প্রতিবন্ধী শিক্ষা নিকেতনে পড়াশোনা করে প্রায় শতাধিক প্রতিবন্ধী পড়ুয়া, পড়াশোনার ব্যবস্থা থাকলেও নেই শিক্ষক, শিক্ষকের অভাবে ঠিকমত পড়াশোনা করতে পারছেন না পড়ুয়ারা এমনটাই অভিযোগ মঠের প্রতিবন্ধী ছাত্র-ছাত্রী থেকে শুরু করে মঠের মহারাজের।
advertisement

প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনার ব্যবস্থা থাকলেও নেই শিক্ষক, পর্যাপ্ত শিক্ষক না থাকায় সব বিষয়ে হচ্ছেনা ক্লাস। ফলে শিক্ষকের অভাবে ঠিকমতো পড়াশোনা করতে পারছে না প্রতিবন্ধী ছাত্র ছাত্রীরা। ছাত্র ছাত্রীদের পড়াশোনার আগ্রহ থাকলেও বিভিন্ন বিষয়ে পড়াশোনা ঠিকমতো করতে পারছে না তারা, ফলে অজানা রয়ে যাচ্ছে বিভিন্ন বিষয়ে প্রশ্নের উত্তর। এবিষয়ে বারবার উচ্চপদস্থ সরকারি আধিকারিকদের জানানো হলেও শিক্ষক নিয়োগের বিষয়ে কোনো সদুত্তর মেলেনি।

advertisement

আরও পড়ুনঃ সরকারি অফিস থেকে বীজ ধান পাচারের চেষ্টা! রুখলেন একদল যুবক

ফলে শিক্ষার দিক থেকে পিছিয়ে পড়ছে এই বিদ্যালয়ের প্রতিবন্ধী পড়ুয়ারা। প্রসঙ্গত, যেখানে রাজ্য সরকার প্রতিবন্ধীদের জন্য বিভিন্ন নতুন নতুন প্রকল্প চালু করছে, সেখানে প্রতিবন্ধী ছেলে মেয়েরা তাদের মৌলিক অধিকার শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হয়ে পড়ছে বলেই মনে করছেন পশ্চিম মেদিনীপুরের শিক্ষিত সমাজ। প্রতিবন্ধী পড়ুয়াদের দাবি, যত দ্রুত সম্ভব এই বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ হলে তাদের পঠনপাঠনের মানোন্নয়ন ঘটবে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

Partha Mukherjee

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur News: শিক্ষকের অভাবে হচ্ছে না প্রতিবন্ধী পড়ুয়াদের পড়াশোনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল