প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনার ব্যবস্থা থাকলেও নেই শিক্ষক, পর্যাপ্ত শিক্ষক না থাকায় সব বিষয়ে হচ্ছেনা ক্লাস। ফলে শিক্ষকের অভাবে ঠিকমতো পড়াশোনা করতে পারছে না প্রতিবন্ধী ছাত্র ছাত্রীরা। ছাত্র ছাত্রীদের পড়াশোনার আগ্রহ থাকলেও বিভিন্ন বিষয়ে পড়াশোনা ঠিকমতো করতে পারছে না তারা, ফলে অজানা রয়ে যাচ্ছে বিভিন্ন বিষয়ে প্রশ্নের উত্তর। এবিষয়ে বারবার উচ্চপদস্থ সরকারি আধিকারিকদের জানানো হলেও শিক্ষক নিয়োগের বিষয়ে কোনো সদুত্তর মেলেনি।
advertisement
আরও পড়ুনঃ সরকারি অফিস থেকে বীজ ধান পাচারের চেষ্টা! রুখলেন একদল যুবক
ফলে শিক্ষার দিক থেকে পিছিয়ে পড়ছে এই বিদ্যালয়ের প্রতিবন্ধী পড়ুয়ারা। প্রসঙ্গত, যেখানে রাজ্য সরকার প্রতিবন্ধীদের জন্য বিভিন্ন নতুন নতুন প্রকল্প চালু করছে, সেখানে প্রতিবন্ধী ছেলে মেয়েরা তাদের মৌলিক অধিকার শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হয়ে পড়ছে বলেই মনে করছেন পশ্চিম মেদিনীপুরের শিক্ষিত সমাজ। প্রতিবন্ধী পড়ুয়াদের দাবি, যত দ্রুত সম্ভব এই বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ হলে তাদের পঠনপাঠনের মানোন্নয়ন ঘটবে।
Partha Mukherjee