হোম /খবর /পশ্চিম মেদিনীপুর /
সরকারি অফিস থেকে বীজ ধান পাচারের চেষ্টা! রুখলেন একদল যুবক

Paschim Medinipur News: সরকারি অফিস থেকে বীজ ধান পাচারের চেষ্টা! রুখলেন একদল যুবক

এই মেশিন ট্রলিতেই পাচার হচ্ছিল বীজ ধানের বস্তা 

এই মেশিন ট্রলিতেই পাচার হচ্ছিল বীজ ধানের বস্তা 

শালবনী ব্লক এডিও অফিস থেকে প্রায় ৩৫ বস্তা বীজ ধান পাচার হয়ে যাওয়ার মুখে গাড়ি সমেত চালককে আটক করা হল শুক্রবার বিকেল নাগাদ। এই মুহূর্তে গাড়ি সমেত চালককে শালবনী থানায় আটক করে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে পুলিশ সূত্রে।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

#পশ্চিম মেদিনীপুর : শালবনী ব্লক এডিও অফিস থেকে প্রায় ৩৫ বস্তা বীজ ধান পাচার হয়ে যাওয়ার মুখে গাড়ি সমেত চালককে আটক করা হল শুক্রবার বিকেল নাগাদ। এই মুহূর্তে গাড়ি সমেত চালককে শালবনী থানায় আটক করে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে পুলিশ সূত্রে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে শালবনী থানার পুলিশ। প্রসঙ্গত উল্লেখ্য, শুক্রবার বিকেল ৪ টা-সাড়ে ৪ টা নাগাদ একটি ইঞ্জিন ট্রলিতে করে প্রায় ৩৫ বস্তা বীজ ধান নিয়ে শালবনী ব্লক এডিও অফিস থেকে নিয়ে বেরিয়ে যাচ্ছিল এক ব্যক্তি।

এডিও অফিসের সামনে থাকা শালবনীর কয়েকজন যুবকের দেখে সন্দেহ হয়। এরপর তাঁরাই প্রথমে গাড়িটিকে আটকায় এবং ঐ ইঞ্জিন ভ্যান চালককে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে ঐ ব্যক্তির কথায় অসঙ্গতি বুঝতে পেরে ঐ যুবকেরাই খবর দেয় শালবনী থানায়। খবর পেয়ে দ্রুত শালবনী থানার পুলিশ ঘটনাস্থলে এসে বীজধান বোঝাই গাড়ি সমেত চালককে আটক করে শালবনী থানায় নিয়ে যায়।

আরও পড়ুনঃ সারাদিন নানা কর্মসূচির মাধ্যমে উদযাপন করা হল বিশ্ব এডস দিবস

অন্যদিকে, যে সময়ে অফিসে একাধিক কর্মীরা উপস্থিত ছিলেন, সেই সময়েই কিভাবে বা কোথায় পাচার হয়ে যাচ্ছিল বস্তা বস্তা বীজ ধান? এই বিষয়ে এডিও প্রতাপ চন্দ্র সিংহকে জিজ্ঞাসা করা হলে তিনি জানিয়েছেন, বিষয়টি আমরাও তদন্ত করে দেখছি। পুলিশকেও জানানো হয়েছে। তবে ঐ ব্যক্তি কার কথায় ঐ বীজ ধান বস্তা বোঝাই করে কোথায় নিয়ে যাচ্ছিল, এর পেছনে কারা রয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখছে শালবনী থানার পুলিশ।

Partha Mukherjee
Published by:Soumabrata Ghosh
First published:

Tags: Paschim medinipur, Shalboni