কিন্তু তারপরেও একাংশ অসাধু ব্যবসায়ী জঙ্গলের গাছ কেটে ফেলছে। যার ফলে ধ্বংস হয়ে যাচ্ছে মাইলের পর মাইল বনাঞ্চল। লুপ্ত হচ্ছে জঙ্গলের পশুপাখি থেকে বিভিন্ন প্রাণী। তাই সেইসব পাখিদের জল তৃষ্ণা মেটাতে এই অভিনব উদ্যোগ গ্রহণ করেছে স্বেচ্ছাসেবী সংস্থা Born 2 Help.
আরও পড়ুনঃ খড়্গপুরের আদিবাসী পাড়ায় জলসঙ্কট মেটাতে শিল্প সংস্থার চেষ্টা
advertisement
এদিন খড়গপুর গ্রামীণের গঙ্গারামপুর এলাকায় প্রায় দুই শতাধিক মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হয় মাটির পাত্র। আরে মাটির পাত্র কি কাজে লাগানো হবে তাও বিস্তারিত বুঝিয়ে দেওয়া হয় গ্রামের মহিলাদের। সেইমতো গ্রামের মহিলারা মাটির পাত্রটিকে বাড়ির আশেপাশে গাছে ঝুলিয়ে দেন, আর সেই পাত্রে দেওয়া হয় পাখিদের জন্য পানীয় জল।
আরও পড়ুনঃ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠা দিবসে রবীন্দ্র-নজরুল স্মরণ মেদিনীপুরে
পশ্চিম মেদিনীপুরের বনাধিকারিক Born 2 Help এর এই উদ্যোগের ভূয়শী প্রশংসা করেন। তিনি বলেন বনদপ্তর এর পাশাপাশি সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে প্রকৃতি রক্ষা করার জন্য।
Partha Mukherjee