সেখ বাপি আলীর অভিযোগ, গত তিনমাস আগে তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে বিকলচক গ্রামের বাড়ি থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা ১০২ নং ফোন করলে, অ্যাম্বুলেন্স গ্রাম থেকে প্রায় দেড় দুই কিমি দুরে পাকা রাস্তায় দাড়িয়ে জানায়, গ্রামের ভেতরে যাবে না অ্যাম্বুলেন্স। অন্তঃসত্ত্বা রোগীকে পাকা রাস্তা পর্যন্ত নিয়ে আসতে হবে। সেই সময় সেখ বাপি আলী সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে ঘটনার ভিডিও করে তা সোস্যাল মিডিয়ায় পোস্ট করে।
advertisement
আরও পড়ুনঃ কোন কাজ হয়নি, তাও ঠিকাদারকে দেওয়া হয়েছে অর্থ! ফের দুর্নীতির গন্ধ
বাপি জানায়, সেটাই তার চরম অপরাধ। তারপর থেকেই কেশপুরের বিকলচক গ্রামে ঢোকে না ১০২ এর অ্যাম্বুলেন্স। শুক্রবারও তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে হাসপাতাল নিয়ে আসার জন্য ১০২ নং কল করেও মেলেনি অ্যাম্বুলেন্স পরিষেবা বলেই অভিযোগ। ফলে বাধ্য হয়ে গ্রাম থেকে ২ কিমি পথ হেঁটে পাকা রাস্তায় এসে বাসে করে হাসপাতালে নিয়ে আসে বাপি আলী। হাসপাতালে দাঁড়িয়ে ঘটনার কথা জানাতে গিয়ে কেঁদে ফেলে সে। তার আক্ষেপ, সত্য কথা বলেছি বলে আমার অপরাধ, কিন্তু তার শাস্তি গোটা গ্রামের মানুষ কেন পাবে!
আরও পড়ুনঃ মেদিনীপুরে 'বাংলা মোদের গর্ব' মেলায় হস্তশিল্পীদের তৈরি নানা সামগ্রী
এবিষয়ে পশ্চিম মেদিনীপুর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌম্য শঙ্কর সারেঙ্গী জানান, গত ৩/৪ মাস আগে রাস্তা খারাপ থাকায় ঐ গ্রামে অ্যাম্বুলেন্স যেতে না চাওয়ায় গন্ডগোলের সৃষ্টি হয়েছিল এবং গাড়ি ভাংচুর করার হুমকিও দিয়েছিল স্থানীয় কিছু মানুষ বলে অভিযোগ ১০২ অ্যাম্বুলেন্স পরিষেবা প্রদানকারী কর্তৃপক্ষের। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তদন্ত করার ব্যবস্থা করা হচ্ছে এবং বিষয়টি জেলাশাসক ও অতিরিক্ত জেলাশাসক জেলা পরিষদকেও জানানো হবে বলেও জানিয়েছেন CMOH।
Partha Mukherjee