TRENDING:

West Medinipur News: ভুল ইনজেকশনে রোগী মৃত্যুর অভিযোগে উত্তপ্ত ডেবরা হাসপাতাল

Last Updated:

বছর একুশের বিশ্বজিৎ ঘোড়াই হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। পরিবারের অভিযোগ, কর্তব্যতার নার্স ভুল ইনজেকশন দেওয়াতেই তাঁর মৃত্যু হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: বুদ্ধ পূর্ণিমার প্রসাদ খেয়ে ডেবরায় বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। তাঁদের ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যেই চিকিৎসাধীন অবস্থায় এক যুবকের মৃত্যু ঘিরে ছড়াল বিতর্ক। পরিবারের অভিযোগ, বিশ্বজিৎ ঘোড়াই নামে বছর একুশের ওই যুবক সুস্থ হয়ে উঠেছিল। রবিবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার কথা ছিল। কিন্তু কথামত না ছেড়ে সবার আপত্তি অগ্রাহ্য করে কর্তব্যরত নার্স তাঁকে একটি ইনজেকশন দেন। এরপরই হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয় বলে অভিযোগ তুলেছেন পরীচণ্ডা এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার রাতে উত্তেজনা ছড়ায় ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে।
advertisement

আরও পড়ুন: সপ্তাহের প্রথম কাজের দিনেই ভয়াবহ অগ্নিকাণ্ড ডানকুনিতে

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শুক্রবার ডেবরার ডুয়া এলাকার একটি দোকানে পুজো হয়েছিল। সেখানকার প্রসাদ খেয়েই অনেকে অসুস্থ হয়ে পড়েন। বমি করতে থাকেন কেউ কেউ। এছাড়া আরও নানান শারীরিক সমস্যা নিয়ে ৩৬ জনকে ওই রাতেই ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার চিকিৎসার পর অবস্থা উন্নতি হওয়ায় রবিবার প্রায় সকলকেই ছেড়ে দেওয়ার কথা ছিল। কিন্তু সন্ধেতে এক বিপত্তি ঘটে। বছর একুশের বিশ্বজিৎ ঘোড়াই হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। পরিবারের অভিযোগ, কর্তব্যতার নার্স ভুল ইনজেকশন দেওয়াতেই তাঁর মৃত্যু হয়েছে।

advertisement

View More

বিশ্বজিৎ নিজে ইনজেকশন নিতে চাননি বলে পরিবারের দাবি। এমনকি তাঁর পরিজনরাও বাধা দেওয়া সত্ত্বেও জোর করে ওই নার্স ইনজেকশন দেন বলে অভিযোগ করা হয়েছে। এই অভিযোগকে কেন্দ্র করে রবিবার রাতে ব্যাপক উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ছুটে আসে ডেবরা থানার বিশাল পুলিশবাহিনী। এদিকে মৃত তরুণের পরিবারের অভিযোগ প্রসঙ্গে জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই তরুণের যথাযথ চিকিৎসা করা হচ্ছিল। তারপরেও তাঁর মৃত্যু হয়েছে। জেলা মুখ্য স্বাস্থ্য অধিকর্তা বলেন, যে কোনও মৃত্যু দুঃখজনক। তবে সম্পূর্ণ ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজোর সময় অসুরের আরাধনা! জঙ্গলমহলের নানা গ্রামে কেন পালিত হয় দাসাই পরব?
আরও দেখুন

রঞ্জন চন্দ

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: ভুল ইনজেকশনে রোগী মৃত্যুর অভিযোগে উত্তপ্ত ডেবরা হাসপাতাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল