Hooghly News: সপ্তাহের প্রথম কাজের দিনেই ভয়াবহ অগ্নিকাণ্ড ডানকুনিতে
- Reported by:RAHI HALDAR
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
কারখানায় প্লাস্টিক থেকে নানা ধরনের সামগ্রী তৈরির কাজ হয়। ফলে ন্যাফথা সহ বিভিন্ন দাহ্য কাঁচামাল বিপুল পরিমাণে মজুত করা ছিল। তাই আগুন লাগতেই দ্রুত ছড়িয়ে পড়ে।
হুগলি: দিল্লি রোড সংলগ্ন ডানকুনির এক প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন। সোমবার সকালে এই অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এত বেশি ছিল যে তা অন্যত্র আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। দমকলের সাতটি ইঞ্জিন দীর্ঘ পাঁচ ঘণ্টার চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
দিল্লি রোডের পাশে এম এস বি ডি কাস্টিং নামে প্লাস্টিক দ্রব্য উৎপাদনের কারখানায় এই আগুন লাগে। সপ্তাহের প্রথম কাজের দিনেই এই অগ্নিকাণ্ডের জেরে আতঙ্কিত হয়ে পড়ে ডানকুনির মানুষ। স্থানীয় সূত্রে খবর, ওই কারখানায় প্লাস্টিক থেকে নানা ধরনের সামগ্রী তৈরির কাজ হয়। ফলে ন্যাফথা সহ বিভিন্ন দাহ্য কাঁচামাল বিপুল পরিমাণে মজুত করা ছিল। ফলে আগুন লাগতেই দ্রুত তা ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের থেকে জানা গিয়েছে, প্রথমে কারখানার মধ্যে আগুন লাগে। পরে সেই আগুন পাশের আরও দুটি গুদামে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ও প্লাস্টিক পোড়ার কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।
advertisement
advertisement
লক্ষ্মীকান্ত দাস নামে হুগলির ডানকুনির এই কারখানার কর্মরত এক শ্রমিক জানান, সকালে তাঁরা সকলেই কোয়ার্টারের মধ্যে ছিলেন। হঠাৎই সুপারভাইজার এসে জানান তাড়াতাড়ি কোয়ার্টার খালি করতে হবে, কারখানায় আগুন লেগেছে। বিপদের কথা জানতে পেরেই তাঁরা কোনরকমে রাস্তায় বেরিয়ে এসে দেখেন কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা আকাশ। প্রাণভয়ে সকলে ছোটাছুটি শুরু করে দেয়।
advertisement
ডানকুনি দমকলকেন্দ্রের ওসি এম রহমান জানান, ভোর সাড়ে চারটের সময় তাঁরা খবর পান আগুন লেগেছে। ঘটনাস্থলে প্রথমে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে বুঝতে পারে এই আগুন নিয়ন্ত্রণে আনতে আরও অনেক কর্মী চাই। ভোর ৫ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত আগুন নেভানোর কাজ চলে। ঘটনায় হতাহতের কোন খবর নেই। তবে কী থেকে আগুন লেগেছিল তা এখনই বলা সম্ভব হচ্ছে না, পুরোটাই তদন্ত সাপেক্ষ বিষয় বলে তিনি জানান।
advertisement
রাহী হালদার
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 08, 2023 1:54 PM IST









