আরও পড়ুন: ভবঘুরেদের জন্য ত্রিতল ভবন নির্মাণ হল পুরুলিয়ায়! সংবিধান দিবসে অভিনব উদ্যোগ
এই সমাবেশে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ্ অধ্যাপক কেশব ভট্টাচার্য, বিশিষ্ট অভিনেতা দেবদূত ঘোষ,এবিটিএ-এর সাধারণ সম্পাদক সুকুমার পাইন, জেলা সম্পাদক বিপদতারণ ঘোষ, জেলা সভাপতি বিকাশ পট্টনায়েক প্রমুখ। বক্তারা কেন্দ্রীয় সরকারের শিক্ষানীতি এবং রাজ্য শিক্ষাক্ষেত্রে ব্যপক দুর্ণীতি এবং বিশৃঙ্খলার তীব্র সমালোচনা করেন। সন্ধ্যায় সম্মেলন শুরুর আগে সমিতির পতাকা উত্তোলনের পাশাপাশি সম্মেলন কক্ষে শোক প্রস্তাব উত্থাপন করেন জেলা সভাপতি বিকাশ পট্টনায়েক। সাংগঠনিক প্রতিবেদন পেশ করেন জেলা সম্পাদক বিপদতারণ ঘোষ। আয়-ব্যয়ের হিসাব পেশ করেন কোষাধ্যক্ষ সত্যকিংকর হাজরা।
advertisement
তিনটি মহকুমার ২৯৩ জন নির্বাচিত প্রতিনিধি এই সম্মেলনে যোগ দিয়েছেন।দ্বিতীয় দিন সকালে শহর জুড়ে বর্ণাঢ্য পদযাত্রা হবে। সম্মেলনকক্ষে কেন্দ্রে করে দুদিনের সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে পঞ্চুর চকে। উদ্বোধনী অনুষ্ঠান অভর্থনা কমিটির সভাপতি প্রাক্তন অধ্যক্ষ হরিহর ভৌমিক সহ বিভিন্ন ভাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলন উপলক্ষ্যে সম্মেলন স্থল ও সম্মেলন মঞ্চের নামকরণ করা হয়েছে প্রয়াত দুই শিক্ষক নেতা তুষার পঞ্চানন ও অপরেশন ভট্টাচার্যের নামে।
পার্থ মুখোপাধ্যায়