Purulia News : ভবঘুরেদের জন্য ত্রিতল ভবন নির্মাণ হল পুরুলিয়ায়! সংবিধান দিবসে অভিনব উদ্যোগ
- Published by:Sanjukta Sarkar
- hyperlocal
Last Updated:
পুরুলিয়া পৌরসভা ও একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে শুক্রবার নবনির্মিত একটি ত্রিতল আবাসন গড়ে তোলা হয় পুরুলিয়া শহরের ধবঘাটা এলাকায়।
#পুরুলিয়া :কনকনে শীতের দিনে গরম চায়ে চুমুক দিয়ে মানুষ যখন লেপ মুড়ি দিয়ে ঘুমানোর চিন্তায় মগ্ন থাকে, সে সময় ভবঘুরেরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় একটু নিরাপদ আশ্রয়ের জন্য। তাই এবার এই ভবঘুরেদের কথা চিন্তা করে আবাসন তৈরি করা হল শহর পুরুলিয়ায়।
পুরুলিয়া পৌরসভা ও একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে শুক্রবার নবনির্মিত একটি ত্রিতল আবাসন গড়ে তোলা হয় পুরুলিয়া শহরের ধবঘাটা এলাকায়। প্রায় ৫০ জনের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, তৈরি করা হয়েছে উন্নত মানের শৌচালয়। এই ত্রিতল আবাসনে অনেকখানি নিরাপদে থাকবেন ভবঘুরেরা। এই আবাসনের উদ্বোধন করেন রাজ্যের পরিবেশ মন্ত্রী মানষ রঞ্জন ভুঁইয়া। এই ত্রিতল আবাসন গড়ে তোলার জন্য কেন্দ্রীয় সরকারের জাতীয় নগর জীবিকা মিশনের আয়তায় প্রায় দেড় কোটি অর্থ সাহায্য এসেছে।
advertisement
advertisement
এই প্রসঙ্গে এই দিন মন্ত্রী মানষ ভুইয়া বলেন, ভারতবর্ষ যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে তৈরি আমি কেন্দ্র, আমি রাজ্য আমরা এই কথা বলি না। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রে বিশ্বাস করেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে বিশ্বাস করেন কেন্দ্র রাজ্য সু-সম্পর্কে বিশ্বাস করেন। ১৯৪৯ সালে ২৬ নভেম্বর সংবিধান গৃহীত হয়েছিল এবং জাতির জন্য উৎসর্গ করা হয়েছিল। এই সংবিধান ১৯৫০ সালের ২৬ জানুয়ারি বাস্তবায়িত হয়। তাই প্রতি বছর ২৬ নভেম্বর সংবিধান দিবস এবং ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালিন করা হয়ে থাকে। তাই আজকের এই পবিত্র দিনে সংবিধানের অধিকার, গণতন্ত্রের অধিকার, মানুষের মৌলিক অধিকার রক্ষা করার শপথ নিয়েই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
advertisement
পুরুলিয়া পৌরসভার তত্ত্বাবধানে এই আবাসন রক্ষণাবেক্ষণ ও আবাসনের থাকা ভব ঘুরেদের খাওয়া-দাওয়া ও চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করবে দুর্গাপুরের একটি স্বেচ্ছাসেবী সংস্থা বলে জানা গিয়েছে। শীতের শুরুতেই ভবঘুরেদের জন্য নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠবে এই আবাসন এমনটাই মনে করা হচ্ছে।
advertisement
শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়
Location :
First Published :
November 28, 2022 12:26 AM IST