TRENDING:

Paschim Medinipur: মানবপ্রেমের জয়গান গাইতে গাইতে জীবনের 'হাফ সেঞ্চুরি' অনয়ের

Last Updated:

মানবসেবায় নিয়োজিত রেখেছেন বছরের পর বছর ধরে। জাতি-ধর্ম-দলমত নির্বিশেষে মেদিনীপুরের অনয় মাইতি বাড়িয়ে দেন সাহায্যের হাত!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পশ্চিম মেদিনীপুর : মানবসেবায় নিয়োজিত রেখেছেন বছরের পর বছর ধরে। জাতি-ধর্ম-দলমত নির্বিশেষে মেদিনীপুরের অনয় মাইতি বাড়িয়ে দেন সাহায্যের হাত! তা সে অসহায়-অক্ষম-দুঃস্থ মানুষের প্রতি হোক কিংবা ঝড়-ঝঞ্জা-অতিমারী'ই হোক শহরের ৯ নং ওয়ার্ড জুড়ে একটাই নাম অনয় মাইতি। তবে, শুধুমাত্র সেবা আর সাহচর্য দিয়েই নিজের পরিচিতি আর জনপ্রিয়তা শহরের ৯ নং ওয়ার্ড (কর্ণেলগোলা-ধর্মা) ছাড়িয়ে গোটা মেদিনীপুর তথা জেলার বিভিন্ন এলাকায় প্রসারিত করে দিতে পেরেছেন অনয়। আর, এভাবেই মানবপ্রেমের জয়গান গাইতে গাইতে হাসিমুখে জীবনের 'হাফ সেঞ্চুরি' করে ফেললেন সবার প্রিয় অনয়। গত ৫ জুন নিজের ৫০-তম জন্মদিন পালন করেছিলেন মেদিনীপুর শহরের বিশেষভাবে সক্ষম ছেলেমেয়েদের প্রতিষ্ঠান টাউন হ্যান্ডিক্যাপ ওয়েলফেয়ার সোসাইটিতে। শারীরিকভাবে প্রতিবন্ধকতার শিকার একাধিক কিশোর-কিশোরী, যুবক-যুবতীর হাতে তুলে দিয়েছিলেন হুইল চেয়ার, ওয়াকার, ক্রাচ- প্রভৃতি।
advertisement

রবিবার (২৪ জুলাই) সেই জন্মদিন উপলক্ষেই তাঁর ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের তৈরি 'অনয় মাইতি ফ্রেন্ডস অ্যান্ড লাভার্স ফর লাইফ'- এর উদ্যোগে কর্ণেলগোলার ভগবতী শিশু শিক্ষায়তনে অনুষ্ঠিত হলো একটি রক্তদান‌ শিবিরের। সেখানে অবার রক্তদানের 'সেঞ্চুরি' করলেন রক্তদাতারা! মেদিনীপুরের বিশিষ্ট শিক্ষাবিদ তথা ভগবতী শিশু শিক্ষায়তনের প্রতিষ্ঠাতা প্রয়াত জগদীশ চন্দ্র দাসের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে এদিনের শিবিরের সূচনা হয়।

advertisement

আরও পড়ুনঃ অবাক কাণ্ড! এই দোকানে চা এর ভাঁড় কেও খেয়ে ফেলতে পারবেন!

মাল্যদান করেন বিদ্যালয়ের সম্পাদক অলোক কুমার দাস, প্রধান শিক্ষিকা গোপা ব্যানার্জী, সহ-প্রধান শিক্ষিকা মৃন্ময়ী রায়, সমাজকর্মী অনয় মাইতি প্রমুখ। শিবিরে ২০ জন মহিলা সহ মোট ১১৩ জন রক্তদাতা রক্তদান করেন। এই শিবির থেকেও বিশেষভাবে সক্ষম এক ছাত্রী'কে একটি হুইল চেয়ার উপহার দেওয়া হয়।

advertisement

View More

আরও পড়ুনঃ দত্তক নেওয়া গোয়ালডিহি গ্রাম ও ভাদুতলা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে মেদিনীপুর কলেজের প্রতিনিধি দল

শিবিরের রক্তদাতাদের উৎসাহ দিতে এবং অনয় মাইতিকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর ইন্দ্রজিৎ পানিগ্রাহী, ডিসিসিআই এর সভাপতি আনন্দগোপাল মাইতি, বিশিষ্ট উদ্যোগপতি দুলাল দত্ত, শান্তনু চক্রবর্তী, দুই বিশিষ্ট প্রধান শিক্ষক ড. প্রসূন কুমার পড়িয়া ও ড. অমিতেশ চৌধুরী, আইনজীবী তীর্থঙ্কর ভকত প্রমুখ। রক্তসংগ্রহ করে ডেবরা ও গোপীবল্লভপুর ব্লাড ব্যাংক। তাঁর জন্মদিন এভাবে স্মরণীয় করে তোলার জন্য প্রত্যেকের উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন করেন অনয় মাইতি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

Partha Mukherjee

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur: মানবপ্রেমের জয়গান গাইতে গাইতে জীবনের 'হাফ সেঞ্চুরি' অনয়ের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল