Paschim Medinipur: দত্তক নেওয়া গোয়ালডিহি গ্রাম ও ভাদুতলা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে মেদিনীপুর কলেজের প্রতিনিধি দল
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
১৫০ বছর উদযাপন উপলক্ষে জঙ্গল অধ্যুষিত শালবনী ব্লকের ভাদুতলা বিবেকানন্দ উচ্চ বিদ্যালয় এবং লোধা শবর অধ্যুষিত গোয়ালডিহি গ্রাম দত্তক নিয়েছে ঐতিহাসিক মেদিনীপুর কলেজ।
#পশ্চিম মেদিনীপুর : ১৫০ বছর উদযাপন উপলক্ষে জঙ্গল অধ্যুষিত শালবনী ব্লকের ভাদুতলা বিবেকানন্দ উচ্চ বিদ্যালয় এবং লোধা শবর অধ্যুষিত গোয়ালডিহি গ্রাম দত্তক নিয়েছে ঐতিহাসিক মেদিনীপুর কলেজ। মেদিনীপুর কলেজের একটি প্রতিনিধিদলের পক্ষ থেকে, যথাক্রমে- ভাদুতলা বিবেকানন্দ উচ্চ বিদ্যালয় এবং গোয়ালডিহি গ্রাম পরিদর্শন করা হল। বিদ্যালয় ও গ্রামের সার্বিক শিক্ষার বিকাশে কীভাবে মেদিনীপুর কলেজ সহায়তার হাত বাড়িয়ে দেবে, এনিয়েই প্রতিনিধিরা আলোচনা করেন স্কুল কর্তৃপক্ষ এবং জয়েন্ট বিডিও সহ ব্লকের আধিকারিকদের সঙ্গে। এমনটাই জানা গেছে কলেজ সূত্রে। শিশু মিত্র পুরস্কার, স্বচ্ছ বিদ্যালয় পুরস্কার থেকে শুরু করে কন্যাশ্রী পুরস্কারে সমৃদ্ধ এই বিদ্যালয়ের শিক্ষার বিকাশের দিকটিতে এবার থেকে আলোকপাত করবে রাজ্য ও দেশের অন্যতম সেরা মেদিনীপুর কলেজ। স্বভাবতই তাই স্কুল কর্তৃপক্ষ উচ্ছ্বসিত। বৃহস্পতিবারের দ্বি-পাক্ষিক আলোচনায় শিক্ষা সংক্রান্ত বিষয়গুলি নিয়েই আলোচনা হয় বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. অমিতেশ চৌধুরী।
প্রতিনিধিদলের পক্ষ থেকে ড. রাজেন্দ্র নাথ দত্ত জানিয়েছেন, \"বিদ্যালয়ের শিক্ষামূলক বিকাশ বা অ্যাকাডেমিক ডেভেলপমেন্ট কীভাবে করা যায়, তা নিয়েই এদিন প্রাথমিক আলোচনা হয়েছে। ধাপে ধাপে আমরা এগিয়ে যাব।\" অন্যদিকে, শালবনী ব্লকের লোধা শবর অধ্যুষিত গোয়ালডিহি গ্রামের সঙ্গে আবার এই সম্প্রদায়ের প্রথম মহিলা স্নাতক চুনী কোটালের স্মৃতি জড়িয়ে। এই গ্রামেই জন্ম ও বেড়ে ওঠা শবরকন্যা চুনী কোটালের। জেলা ও ব্লক প্রশাসনের উদ্যোগে ইতিমধ্যে গ্রামটিকে মডেল গ্রামে উন্নীত করা হচ্ছে।
advertisement
আরও পড়ুনঃ অবাক কাণ্ড! এই দোকানে চা এর ভাঁড় কেও খেয়ে ফেলতে পারবেন!
এবার, লোধা শবর ছেলেমেয়েদের শিক্ষার দায়িত্বও গ্রহণ করবে মেদিনীপুর কলেজ। সেই উদ্দেশ্যেই এদিন শালবনী ব্লকের জয়েন্ট বিডিও দেবব্রত কোনারের উপস্থিতিতে কলেজের এই প্রতিনিধিদল একটি বৈঠক করে গ্রামের লোধা কমিউনিটি হলে। সেখানেই আলোচনা হয়, এই গ্রামে অবস্থিত একটি প্রাথমিক বিদ্যালয় এবং একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষা সংক্রান্ত মানোন্নয়ন ঘটানোর বিষয়টি নিয়ে। তাছাড়াও, গ্রামের সার্বিক শিক্ষার বিকাশ নিয়েও একাধিক পরিকল্পনা করা হয়েছে বলে প্রতিনিধিদের পক্ষ থেকে জানানো হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ মানুষকে অপরাধমূলক কাজ থেকে সরিয়ে কর্মসংস্থানের দিশা ঝাড়গ্রাম পুলিশের
প্রতিনিধি দলে ড. রাজেন্দ্র নাথ দত্ত ছাড়াও ছিলেন, ড. মণিমোহন মন্ডল, ড. সত্যরঞ্জন ঘোষ, ড. দুলাল কুমার দে, ড. প্রসূন কুমার কুইল্যা এবং ড. মুনমুন মাইতি। কলেজের অধ্যক্ষ ড. গোপাল চন্দ্র বেরা জানিয়েছেন, \"ঐতিহাসিক মেদিনীপুর কলেজের সার্ধ শতবর্ষ উদযাপন উপলক্ষে আমরা সামাজিক ক্ষেত্রেও কিছু অবদান রাখতে চেয়েছি। তাই, ওই গ্রাম ও বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ঘটাতে আমরা উদ্যোগ নিয়েছি। এদিন, আমাদের প্রতিনিধিরা পরিদর্শন করেছেন। কীভাবে এগোনো হবে তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে তাঁরা জানিয়েছেন।\"
advertisement
Partha Mukherjee
Location :
First Published :
July 23, 2022 7:53 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur: দত্তক নেওয়া গোয়ালডিহি গ্রাম ও ভাদুতলা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে মেদিনীপুর কলেজের প্রতিনিধি দল