TRENDING:

Paschim Medinipur: জরাজীর্ণ রেল কোয়ার্টারের উপর ভেঙে পড়ল প্রকাণ্ড গাছ

Last Updated:

একেই জরাজীর্ণ কোয়ার্টার। তার উপর-ই ভেঙে পড়ল প্রকাণ্ড গাছ। গভীর রাতে রেল কর্মী ভেঙ্কট রাও এবং তাঁর স্ত্রী যখন ঘুমিয়ে পড়েছিলেন, সেই সময়ই ঘটে এই ঘটনা! সামান্য আহত হন স্ত্রী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পশ্চিম মেদিনীপুর : একেই জরাজীর্ণ কোয়ার্টার। তার উপর-ই ভেঙে পড়ল প্রকাণ্ড গাছ। গভীর রাতে রেল কর্মী ভেঙ্কট রাও এবং তাঁর স্ত্রী যখন ঘুমিয়ে পড়েছিলেন, সেই সময়ই ঘটে এই ঘটনা! সামান্য আহত হন স্ত্রী। এদিকে, আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে যান তাঁরা। এদিকে, বাইরে চলছে ৬০-৭০ কিলোমিটার বেগে ঝড় আর বৃষ্টি! দুর্যোগের মধ্যে কোনওমতে ফের ভাঙা কোয়ার্টারের এক কোণে বসে থেকেই রাত কাটান তাঁরা। ঘটনা-টি ১৩ নং ওয়ার্ডের নিমপুরা এলাকার। বি-টাইপ রেল আবাসন চত্বরেই ঘটে এই ঘটনা। সকালে উঠেই ভেঙ্কট রাও সংশ্লিষ্ট সমস্ত জায়গায় বিষয়টি জানিয়েছেন।
advertisement

অন্যদিকে, ১১ নং ওয়ার্ডের চন্ডীপুর এলাকায় ঝড়ের দাপটে পড়ে যায় বড় বড় গাছ। উপড়ে যায় বিদ্যুতের খুঁটি। সেই খুঁটি থেকে বিপদজনকভাবে চলছে ইলেকট্রিক তার। প্রায় ১২-১৩ ঘন্টা হতে চললো বিদ্যুৎহীন ওই এলাকা। কাউন্সিলর পারমিতা ঘোষ ঘটনাস্থলে পৌঁছে সরজমিনে বিষয়টি খতিয়ে দেখে গেছেন। উদ্ধার কাজ শুরু হবে বলে জানা গেছে। অপরদিকে, শালুয়া এলাকায় জামাইয়ের বাড়িতে এসে শুয়েছিলেন এক বৃদ্ধা! হঠাৎ বাড়ির ওপর ভেঙ্গে পড়ে বিশাল গাছ। অল্পের জন্য প্রাণ রক্ষা হয় ওই বৃদ্ধার!

advertisement

আরও পড়ুনঃ এখনও রাস্তা তৈরি না হওয়ার প্রতিবাদে পোস্টার দাসপুর এলাকায়

স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রতিনিধি রওশন লামা জানিয়েছেন, প্রকাণ্ড ওই গাছটি দুর্বল হয়ে পড়েছিল অনেক আগেই। বনদপ্তরকে জানানো হয়েছিল। বিষয়টি গুরুত্ব দেননি ডি এফ ও। এছাড়াও, গোটা খড়্গপুর শহর জুড়েই ভয়ানক ঝড়ের চিহ্ন ছড়িয়ে আছে ইতিউতি! অন্যদিকে মেদিনীপুর শহরেও শুক্রবার রাতের প্রবল ঝড়বৃষ্টির জেরে ক্ষয়ক্ষতি হয়েছে বিভিন্ন জায়গায়। মেদিনীপুর শহর লাগোয়া ধর্মায় ৬০ নং জাতীয় সড়কের ওপর ভেঙে পড়ে গাছ, বিদ্যুতের খুঁটি এবং রাস্তায় লাগানো তোরণ।

advertisement

View More

আরও পড়ুনঃ কংসাবতী নদী পারাপারের ভরসা শুধু একটি নৌকা! কেন এমন অবস্থা?

শহরের নান্নুরচক, কলেজ রোড, কেরানীতলায় রাস্তায় গাছ পড়ে ব্যাহত হয় যান চলাচল। শহর লাগোয়া কেরানিচটি, ফড়িংডাঙায় রাস্তার উপরে গাছ ভেঙে পড়ে বেশ কয়েকঘণ্টা বন্ধ হয়ে যায় গাড়ি যাতায়াত। মেদিনীপুর সার্কিট হাউসের ভেতর গাছ ভেঙে পড়লে ইন্টারনেট পরিষেবা ব্যাঘাত ঘটে। মেদিনীপুর - ঝাড়গ্রাম রাস্তার গোপগড়ের কাছে রাস্তার উপর বিশালাকার বট গাছ ভেঙে পড়লে যান চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়।

advertisement

তবে মেদিনীপুর শহর ও শহর লাগোয়া এলাকায় শুক্রবার রাতেই ঝড়বৃষ্টির মধ্যেও রাস্তায় নেমেছিল পুলিশ ও পৌর প্রশাসন। রাতেই তৎপরতার সঙ্গে শহরের বিভিন্ন রাস্তায় ভেঙে পড়া গাছ কেটে সরিয়ে রাস্তা পরিস্কার করে দেওয়া হয় পুরসভার তরফে। অন্যদিকে কেশপুর ব্লক জুড়ে প্রায় ১৪/১৫ টি মাটির বাড়ির ভেঙে পড়ার খবর পাওয়া গেছে। গড়বেতা, শালবনী ব্লকেও বেশকিছু ঘরবাড়ির ক্ষয়ক্ষতির খবর রয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

Partha Mukherjee

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur: জরাজীর্ণ রেল কোয়ার্টারের উপর ভেঙে পড়ল প্রকাণ্ড গাছ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল