Paschim Medinipur: এখনও রাস্তা তৈরি না হওয়ার প্রতিবাদে পোস্টার দাসপুর এলাকায়
- Published by:Soumabrata Ghosh
- hyperlocal
Last Updated:
বরাদ্দ হয়ে গেছে রাস্তা তৈরির অর্থ, তবুও শুরু হয়নি রাস্তার কাজ, বর্ষায় রাস্তা হয়েছে চলাচলের অযোগ্য। প্রতিবাদে স্বাগত জানিয়ে পোষ্টার গ্রামে।
#পশ্চিম মেদিনীপুর : বরাদ্দ হয়ে গেছে রাস্তা তৈরির অর্থ, তবুও শুরু হয়নি রাস্তার কাজ, বর্ষায় রাস্তা হয়েছে চলাচলের অযোগ্য। প্রতিবাদে স্বাগত জানিয়ে পোষ্টার গ্রামে। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ১ ব্লকের বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বৈকুন্ঠপুর গ্রামের। এই গ্রামের রাস্তার দৈর্ঘ্য প্রায় ৩ কিলোমিটার, দীর্ঘদিন ধরে এই রাস্তার হাল বেহাল, প্রতিদিন এই রাস্তা দিয়ে ছাত্রছাত্রী সহ বহু মানুষ যাতায়াত করে। গ্রামবাসীরা জানাচ্ছে, রাস্তার হাল ফেরাতে গ্রামবাসীরা এককাট্টা হয়ে প্রশানের কাছে আবেদনও জানিয়েছেন বারে বারে। কিন্তু লাভ কিছুই হয়নি।
অবশেষে এমন গুরুত্বপূর্ণ রাস্তার হাল ফেরাতে রাস্তায় স্বাগত জানিয়ে পোস্টার সাটানো হল গ্রামের সর্বত্রই। গ্রামবাসীদের দাবি, দ্রুত এই রাস্তার হাল ফেরাতে হবে সংশ্লিষ্ট দফতরকে। না হলে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে গ্রামবাসীরা। প্রসঙ্গত, দীর্ঘ কয়েক মাস যাবত এই রাস্তার অবস্থা বেহাল, এই রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষের যাতায়াত।
advertisement
advertisement
রাস্তায় তৈরি হয়েছে খানাখন্দ। অল্প বৃষ্টিতেই কাদায় ভরে যায় রাস্তা, ফলে যাতায়াতের ক্ষেত্রে পড়তে হয় ব্যাপক সমস্যায়, ছাত্রছাত্রীদের পোশাক কাদায় নষ্ট হচ্ছে। বড় গাড়ি মাঝে মধ্যেই আটকে পড়ছে কাদায়। বারবার স্থানীয় পঞ্চায়েত, বিডিওকে জানিয়েও লাভ কিছুই হয়নি। শুধুই মিলেছে প্রতিশ্রুতি।
আরও পড়ুনঃ চন্দ্রকোনায় তারস্বরে মাইক বাজানোয় আটক দুই
তাই বাধ্য হয়েই গ্রামে পোষ্টার মেরেছে গ্রামের মানুষ।যদিও এই রাস্তা খারাপের কথা স্বীকার করে নিয়েছেন বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েত সদস্যও সুকদেব দোলই, তিনি বলেন এই রাস্তার জন্য ইতিমধ্যেই টাকা বরাদ্দ হয়ে গেছে। বর্ষার কারণে কাজ শুরু হচ্ছে না, দ্রুত কাজ শুরু হবে।
advertisement
Partha Mukherjee
Location :
First Published :
August 19, 2022 8:05 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur: এখনও রাস্তা তৈরি না হওয়ার প্রতিবাদে পোস্টার দাসপুর এলাকায়