Paschim Medinipur: চন্দ্রকোনায় তারস্বরে মাইক বাজানোয় আটক দুই
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
ডিজে মাইক অপারেটরকে পুলিশ আটক করার প্রতিবাদে রাজ্য সড়কের ওপর চন্দ্রকোনা থানার ওসি সহ তার গাড়ি ঘেরাও করে বিক্ষোভ শিব ভক্তদের।
#পশ্চিম মেদিনীপুর : ডিজে মাইক অপারেটরকে পুলিশ আটক করার প্রতিবাদে রাজ্য সড়কের ওপর চন্দ্রকোনা থানার ওসি সহ তার গাড়ি ঘেরাও করে বিক্ষোভ শিব ভক্তদের। প্রায় এক ঘন্টা ধরে অবরোধের জেরে তীব্র যানজট দেখা দেয়, চন্দ্রকোনা থেকে মেদিনীপুর গামী রাজ্য সড়কে। শেষমেষ আটক ব্যক্তিদের থানা থেকে এনে ঘটনাস্থলে পুলিশ তাদের মুক্তি দেওয়ার পর বিক্ষোভকারীরা ঘেরাও বিক্ষোভ তুলে নেয়।এমনই ঘটনা ঘটল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার মল্লেশ্বরপুর এলাকায়।
জানা যায়, চন্দ্রকোনার রাধাবল্লভপুর গ্রামের শতাধিক মহিলা পুরুষ ডিজে মাইক বাজিয়ে চন্দ্রকোনার বাঁকা এলাকার শিলাবতী নদী থেকে জল নিয়ে রাজ্য সড়ক হয়ে রাধাবল্লভপুর গ্রামের শিবের মন্দিরে জল ঢালতে যাচ্ছিল। যখন ডিজে মাইক সমেত মল্লেশ্বরপুরের কাছে এসে পৌঁছায় শিব ভক্তদের শোভাযাত্রাটি, সেই সময়ই তারস্বরে ডিজে মাইকের শব্দ শুনে চন্দ্রকোনা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ রবি স্বর্ণকার এসে এক ডিজে মাইক অপারেটরকে আটক করে চন্দ্রকোনা থানায় নিয়ে যায়।
advertisement
advertisement
আর তারপরেই ক্ষোভে ফেটে পড়ে শিবের ভক্তরা। প্রায় ঘন্টাখানেক ধরে তারা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। এমনকি চন্দ্রকোনা থানার ওসির গাড়িকে ঘিরে রেখে বিক্ষোভ দেখাতে থাকে তারা। দেখা দেয় তীব্র উত্তেজনা, ঘটনাস্থলে আসে চন্দ্রকোনা থানার আরও বিশাল পুলিশ বাহিনী।
advertisement
আরও পড়ুনঃ সোমবার বিকেল থেকেই সরকারি বাস সংস্থার যাত্রী টিকিট বুকিং বন্ধ!
অনেক বোঝানোর পরেও পুণ্যার্থীরা নাছোড় বান্দা, পুলিশকে তারা জানায়, তাদের ওই দুই DJ মাইক অপারেটরকে ছেড়ে দিতে হবে তারপরেই তারা অবরোধ তুলবে। এমনকি ওসিকেও ঘেরাও মুক্ত করবে। শেষমেশ কোনোও উপায় না পেয়ে ওই দুই আটক DJ মাইক অপারেটরকে পুলিশ ঘটনাস্থলে নিয়ে এসে ছেড়ে দেওয়ার পরই অবরোধ বিক্ষোভ তুলে নেয় বিক্ষোভকারীরা।
advertisement
Partha Mukherjee
Location :
First Published :
August 18, 2022 6:06 PM IST