পরে হ্যাম রেডিওকে খবর দেওয়া হয়। হ্যাম রেডিও ওয়েস্ট বেঙ্গল ক্লাবের সম্পাদক অম্বরিশ নাগ বিশ্বাস নিজে সেখানে উপস্থিত হন। ঘন্টাখানেকের প্রচেষ্টার পর তাঁর পরিচয় জানা যায়। তিনি আসামে পুলিশের টেকনিশিয়ানের কাজ করতেন বলে জানা গিয়েছে। তাঁর নাম মিঠুন মন্ডল(৫০)।
advertisement
তিনি একাই গঙ্গাসাগর মেলা দেখতে এসেছিলেন। মেলাতে এসে তাঁর মৃত্যু হলে, তাঁর পরিচয় প্রথমে শনাক্ত করা যাচ্ছিল না। পরে এই তথ্য জানার পর দ্রুত জেলা প্রশাসন আসামে যোগাযোগ করে। সেখানকার প্রশাসনে জানানো হলে, তাঁর ছেলেকে বিমানে করে আনার ব্যবস্থা করা হচ্ছে। এই ঘটনায় পরিবারের লোকজন ভেঙে পড়েছেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তবে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন ও রাজ্য সরকার ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে। এই ঘটনায় সবরকম সহযোগিতা করা হবে বলে জানানো হয়েছে। এখনও পর্যন্ত সমস্ত সহযোগিতা করা হচ্ছে খবর। পরিবারের লোকের সঙ্গে ফোনে যোগাযোগ করা হচ্ছে। মেলায় পৌঁছলে মৃতের ছেলেকে আলাদাভাবে আনা হবে বলে জানানো হয়েছে। সেই সঙ্গে আসাম প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।






