মৃত মহিলার নাম সোমা বর্মন। জানা গিয়েছে, রায় পাড়ার বাসিন্দা শ্রীকান্ত রায়ের সঙ্গে বিয়ে হয়েছিল সোমা বর্মনের। তাঁদের দুই সন্তানও রয়েছে। কাজের সূত্রে শ্রীকান্ত ভিনরাজ্যে গিয়েছিলেন। সেই ফাঁকে পাশের বাড়ির যুবক চিরঞ্জিত রায়ের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে সোমা।
advertisement
বিষয়টি বুঝতে পেরে ভিন রাজ্য থেকে বাড়ি ফিরে আসেন শ্রীকান্ত৷ দিনকয়েক আগে শ্রীকান্ত নিজে দাঁড়িয়ে থেকে ওই যুবকের সঙ্গে তাঁর স্ত্রীর বিয়ে দেন। নিহত সোমা রায় বর্তমানে চিরঞ্জিত রায়ের বাড়িতেই বসবাস করছিলেন৷
কিন্তু, শনিবার সকালে আচমকাই শ্রীকান্ত প্রেমিকের বাড়িতে গিয়ে সোমাকে ধারাল অস্ত্র দিয়ে কোপাতে থাকেন বলে অভিযোগ। সোমার চিৎকারে চিরঞ্জিতের মা ছুটে এলে তাকেও মারার জন্য ছুটে যায় শ্রীকান্ত। সেই সময় পালিয়ে বাঁচেন ওই মহিলা।
এরপর ধারাল অস্ত্র নিয়ে রাস্তায় হেঁটে যাওয়ার সময় পুলিশ ধূপগুড়ি বাজার এলাকা থেকে অভিযুক্ত শ্রীকান্তকে আটক করে। ঘটনাস্থলে ধূপগুড়ি থানার পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মেডিকেল কলেজে পাঠিয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থল ঘিরে দিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একজনকে আটক করা হয়েছে। এখনও পর্যন্ত ঘটনায় লিখিত অভিযোগ দায়ের হয়নি।






