advertisement

South 24 Parganas News: বাদুড়দের ব্লাড টেস্ট! আলিপুর চিড়িয়াখানা থেকে ধরার অনুমতি...নিপা আতঙ্কে রক্ত নিয়ে হল RT-PCR

Last Updated:
নিপা আতঙ্কে আলিপুর চিড়িয়াখানার বাদুড়দের আরটি-পিসিআর টেস্ট সম্পন্ন হল। ন্যাশনাল ইনস্টিটিউট অফ অফ মেডিক্যাল রিসার্চের একটি টিম চিড়িয়াখানার বাদুড়দের রক্ত ও সোয়াবের নমুনা সংগ্রহ করে নিয়ে গিয়েছে। ভোরের আলো ফুটতেই নমুনা সংগ্রহ করে চলে যায় ওই টিম।
1/5
আলিপুর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: নিপা আতঙ্কে আলিপুর চিড়িয়াখানার বাদুড়দের আরটি-পিসিআর টেস্ট সম্পন্ন হল। ন্যাশনাল ইনস্টিটিউট অফ অফ মেডিক্যাল রিসার্চের একটি টিম চিড়িয়াখানার বাদুড়দের রক্ত ও সোয়াবের নমুনা সংগ্রহ করে নিয়ে গিয়েছে। ভোরের আলো ফুটতেই নমুনা সংগ্রহ করে চলে যায় ওই টিম। ছবি ও তথ্য: নবাব মল্লিক
আলিপুর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: নিপা আতঙ্কে আলিপুর চিড়িয়াখানার বাদুড়দের আরটি-পিসিআর টেস্ট সম্পন্ন হল। ন্যাশনাল ইনস্টিটিউট অফ অফ মেডিক্যাল রিসার্চের একটি টিম চিড়িয়াখানার বাদুড়দের রক্ত ও সোয়াবের নমুনা সংগ্রহ করে নিয়ে গিয়েছে। ভোরের আলো ফুটতেই নমুনা সংগ্রহ করে চলে যায় ওই টিম। ছবি ও তথ্য: নবাব মল্লিক
advertisement
2/5
এদিকে বাদুড় ধরতে হলে বনদফতরের অনুমতি লাগে। সেজন্য স্বাস্থ্যদফতর অনুমোদন চায় আগেই, এরপর অনুমোদন মিলতেই বিশেষজ্ঞ টিম গিয়ে নমুনা সংগ্রহ করেছে।
এদিকে বাদুড় ধরতে হলে বনদফতরের অনুমতি লাগে। সেজন্য স্বাস্থ্যদফতর অনুমোদন চায় আগেই, এরপর অনুমোদন মিলতেই বিশেষজ্ঞ টিম গিয়ে নমুনা সংগ্রহ করেছে।
advertisement
3/5
চিড়িয়াখানায়ও টিম গিয়ে বাদুড়দের রক্ত ও সোয়াবের নমুনা সংগ্রহ করে নিয়ে গিয়েছে। সকাল ৯ টায় চিড়িয়াখানার গেট খোলা হয়। তার আগেই সব কাজ শেষ করা হয়েছে।
চিড়িয়াখানায়ও টিম গিয়ে বাদুড়দের রক্ত ও সোয়াবের নমুনা সংগ্রহ করে নিয়ে গিয়েছে। সকাল ৯ টায় চিড়িয়াখানার গেট খোলা হয়। তার আগেই সব কাজ শেষ করা হয়েছে।
advertisement
4/5
স্বাস্থ্যদফতরের এনআইভি, আইসিএমআর মিলে এই পরীক্ষা করছে। এই কাজে সহযোগিতা করছে রাজ্য বনদফতর। চিড়িয়াখানার বাদুড়ের শরীরে এই নিপা ভাইরাস আছে কি, তা জানা যাবে পরীক্ষার ফল আসলেই।
স্বাস্থ্যদফতরের এনআইভি, আইসিএমআর মিলে এই পরীক্ষা করছে। এই কাজে সহযোগিতা করছে রাজ্য বনদফতর। চিড়িয়াখানার বাদুড়ের শরীরে এই নিপা ভাইরাস আছে কি, তা জানা যাবে পরীক্ষার ফল আসলেই।
advertisement
5/5
এদিকে বাদুড় ধরতে হলে বনদফতরের অনুমতি লাগে। সেজন্য স্বাস্থ্যদফতর অনুমোদন চায় আগেই, এরপর অনুমোদন মিলতেই বিশেষজ্ঞ টিম গিয়ে নমুনা সংগ্রহ করেছে।
এদিকে বাদুড় ধরতে হলে বনদফতরের অনুমতি লাগে। সেজন্য স্বাস্থ্যদফতর অনুমোদন চায় আগেই, এরপর অনুমোদন মিলতেই বিশেষজ্ঞ টিম গিয়ে নমুনা সংগ্রহ করেছে।
advertisement
advertisement
advertisement