South 24 Parganas News: বাদুড়দের ব্লাড টেস্ট! আলিপুর চিড়িয়াখানা থেকে ধরার অনুমতি...নিপা আতঙ্কে রক্ত নিয়ে হল RT-PCR
- Reported by:Nawab Ayatulla Mallick
- local18
- Published by:Satabdi Adhikary
Last Updated:
নিপা আতঙ্কে আলিপুর চিড়িয়াখানার বাদুড়দের আরটি-পিসিআর টেস্ট সম্পন্ন হল। ন্যাশনাল ইনস্টিটিউট অফ অফ মেডিক্যাল রিসার্চের একটি টিম চিড়িয়াখানার বাদুড়দের রক্ত ও সোয়াবের নমুনা সংগ্রহ করে নিয়ে গিয়েছে। ভোরের আলো ফুটতেই নমুনা সংগ্রহ করে চলে যায় ওই টিম।
আলিপুর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: নিপা আতঙ্কে আলিপুর চিড়িয়াখানার বাদুড়দের আরটি-পিসিআর টেস্ট সম্পন্ন হল। ন্যাশনাল ইনস্টিটিউট অফ অফ মেডিক্যাল রিসার্চের একটি টিম চিড়িয়াখানার বাদুড়দের রক্ত ও সোয়াবের নমুনা সংগ্রহ করে নিয়ে গিয়েছে। ভোরের আলো ফুটতেই নমুনা সংগ্রহ করে চলে যায় ওই টিম। ছবি ও তথ্য: নবাব মল্লিক
advertisement
advertisement
advertisement
advertisement







