ভারতীয় নৌসেনার সার্চ অ্যান্ড রেসকিউ টিম তাকে উদ্ধার করে তীরে নিয়ে আসে। পরে তাকে পুলিশের কন্ট্রোল রুমের হাতে তুলে দেওয়া হয়। নৌসেনা সূত্রে জানা গিয়েছে, স্নানের সময় যুবকটি আচমকাই জলের গভীরে চলে যান এবং দিশেহারা হয়ে জলে হাত-পা ছুড়তে থাকেন।
advertisement
ঘটনাস্থলে মোতায়েন নৌসেনার ডাইভিং টিম তৎক্ষণাৎ জেমিনি বোট নিয়ে এগিয়ে যায়। কয়েক মিনিটের মধ্যেই যুবককে জল থেকে তুলে তীরে আনা হয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। বর্তমানে যুবকের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।
উদ্ধার হওয়া যুবকের নাম সুদীপ্ত। তবে তার ঠিকানা বা অন্যান্য পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। সমস্ত পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। উদ্ধারকারী ড্রোন, এনডিআরএফ, সিভিল ডিফেন্স ও নৌবাহিনীর দল পুণ্যার্থীদের সুরক্ষায় ক্রমাগত জলপথে টহল দিচ্ছে। ফলে এই বছর গঙ্গাসাগর মেলায় বড় বিপদ ঘটেনি। কিন্তু এই তলিয়ে যাওয়ার ঘটনা কেন ঘটল তা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এমন ঘটনা যাতে না ঘটে তার জন্য সকলকে সতর্ক করা হচ্ছে। চলছে মাইকিং। ওই যুবক এখনও তার পরিচয় বলতে পারছেন না। সেই দিকটিও দেখা হচ্ছে। সমস্ত কিছু খতিয়ে দেখছে পুলিশ।






