থ্যালাসেমিয়া একটি জিনগত রোগ হওয়ায়, অনেক ক্ষেত্রেই দেখা যায় পরবর্তী প্রজন্মও সেই রোগে আক্রান্ত হচ্ছে। ফলে যদি কোনও আক্রান্ত পরিবারের কেউ সন্তান নেওয়ার চিন্তাভাবনা করে থাকেন, তাহলে তার আগে অবশ্যই থ্যালাসেমিয়া নির্ণয় করা আবশ্যক। জেনে নেওয়া প্রয়োজন তিনি থ্যালাসেমিয়ার বাহক কিনা। কারণ যদি না জেনে সন্তান নিতে চান, তাহলে পরবর্তী ক্ষেত্রে বিপদ হতে পারে মা এবং সন্তান দুজনেরই। আর সেজন্য এই বিষয়ে সচেতন করতে, পানাগড়ে আয়োজন করা হয়েছিল থ্যালাসেমিয়া নির্ণায়ক শিবিরের।
advertisement
আরও পড়ুন : গভীর রাতে স্নানঘরে কে? চরম চাঞ্চল্য কুমারগ্রাম এলাকায়
পানাগড় ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে অন্য একটি সংস্থার যৌথ উদ্যোগে এই থ্যালাসেমিয়া নির্ণায়ক শিবিরের আয়োজন করা হয়েছিল। এই শিবির থেকে মূলত মানুষজনকে সচেতন করা হয়েছে। তাঁদের বোঝানো হয়েছে থ্যালাসেমিয়া আক্রান্ত পরিবারের কেউ সন্তান নিতে চাইলে, আগে তাঁরা এই রোগের বাহক কিনা, তা নির্ণয় করে নেওয়া কতটা প্রয়োজন।
আরও পড়ুন : বাংলার সুস্বাদু জয়নগরের মোয়া এখন মালদহে! জেনে নিন ঠিকানা
কারণ যদি থ্যালাসেমিয়া নির্ণয় আগে করা না হয়, তাহলে পরবর্তী ক্ষেত্রে যদি পিতা বা মাতা কেউ থ্যালাসেমিয়া জীবাণুর বাহক হয়ে থাকেন, তাহলে তাদের সন্তানও সেই রোগে আক্রান্ত হতে পারে। ফলে আগে থেকেই রোগ নির্ণয় করা জরুরি, বলে এদিন মত দিয়েছেন নির্ণায়ক শিবিরের আয়োজকরা।