Alipurduar News: গভীর রাতে স্নানঘরে কে? চরম চাঞ্চল্য কুমারগ্রাম এলাকায়

Last Updated:

Terror at Bathroom: রাত দুটোর সময় বাথরুমে স্নান করছে কে?কুমারগ্রামের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

+
বাথরুমে

বাথরুমে ভল্লুকটি

অনন্যা দে, আলিপুরদুয়ার: রাত দুটোর সময় বাথরুমে স্নান করছে কে?কুমারগ্রামের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। শীতের রাতে বাড়ির কেউ বাথরুমে স্নানের জন্য যাবেন না জানতেন গৃহকর্তা।কিন্তু এমন আলৌকিক ঘটনায় রীতিমতো ঠাণ্ডায় ঘামছিলেন বাড়ির সকলে।এদিকে বাথরুম থেকে জলের শব্দ এসেই যাচ্ছিল।স্নানঘরের থেকে শব্দ শুনে এলাকার বাসিন্দারা একত্রিত হয়ে গভীর রাতে বাড়ির বাথরুমের সামনে আসেন।এরপরেই উঁকি দিয়ে দেখতে পারেন একটি ভল্লুক স্নান করছে বাথরুমে।
বাথরুম থেকে ভল্লুক উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে এলাকায়। ‌ আলিপুরদুয়ার জেলার ভুটান সীমান্ত কুমারগ্রাম ব্লকের পাগলারহাট সংলগ্ন এলাকার একটি বাড়িতে সোমবার রাত প্রায় আড়াইটা নাগাদ ভল্লুক উদ্ধার করে বন দফতর । সোমবার রাত আনুমানিক ২ টো নাগাদ একটি ভল্লুক বাথরুমে ঢুকে পড়ে। তৎক্ষণাৎ বাড়ির মালিক বিপদ আঁচ করতে পেরেই বাথরুমের দরজা বন্ধ করে দেন।খবর দেওয়া হয় বন দফতরকে।
advertisement
আরও পড়ুন :  পর্যটকদের জন্য সুখবর! বড়দিন ও নিউ ইয়ার উপলক্ষে টয় ট্রেনে বাড়তি জয়রাইড
ঘটনাস্থলে ছুটে যায় বনদফতরের বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের আধিকারিক ও বনকর্মীরা। দীর্ঘ প্রচেষ্টার পর বনকর্মীরা ঘুমপাড়ানি গুলি ছুঁড়ে ভল্লুকটিকে কাবু করে । এবং রাত আনুমানিক আড়াইটা নাগাদ বন দফতরের কর্মীরা ভল্লুকটিকে উদ্ধার করতে সক্ষম হয়।বন দফতর সূত্রে খবর ভল্লুকটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।ভল্লুক উদ্ধারের পর স্বস্তি ফিরে আসে এলাকায়।
advertisement
advertisement
আরও পড়ুন : বাংলার সুস্বাদু জয়নগরের মোয়া এখন মালদহে! জেনে নিন ঠিকানা
বনকর্মীদের অনুমান, জঙ্গল থেকে বেরিয়ে ভল্লুকটি আর কোথাও যাওয়ার জায়গা না পেয়ে এই বাড়ির বাথরুমে ঢুকে যায়।তবে বাড়ির মালিক দরজা বন্ধ করায় রক্ষা পেলেন।নয়ত ভল্লুকটি হামলা চালাতে পারত।
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: গভীর রাতে স্নানঘরে কে? চরম চাঞ্চল্য কুমারগ্রাম এলাকায়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement