Toy Train Joyride: পর্যটকদের জন্য সুখবর! বড়দিন ও নিউ ইয়ার উপলক্ষে টয় ট্রেনে বাড়তি জয়রাইড
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Toy Train Joyride: পর্যটকদের জন্য সুখবর। বড়দিন ও নিউ ইয়ার উপলক্ষ্যে বাড়তি টয় ট্রেন জয়রাইড চালানোর সিদ্ধান্ত নিল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। পাহাড়ের পাশাপাশি সমতলেও সান্ধ্যকালীন জয়রাইড চালানো হবে।
অনির্বাণ রায়, শিলিগুড়ি : পর্যটকদের জন্য সুখবর। বড়দিন ও নিউ ইয়ার উপলক্ষে টয়ট্রেনে বাড়তি জয়রাইড চালানোর সিদ্ধান্ত নিল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। পাহাড়ের পাশাপাশি সমতলেও সান্ধ্যকালীন জয়রাইড চালানো হবে। পর্যটকদের সুবিধার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে রেলের পক্ষ থেকে। সান্ধ্যকালীন টয় ট্রেন ভ্রমণ করতে পারবেন স্থানীয় বাসিন্দারাও। একথা জানালেন দার্জিলিং হিমালয়ান রেলওয়ের অধিকর্তা প্রিয়াংশু। তিনি বলেন, "এই মুহুর্তে দার্জিলিং থেকে ঘুম ৮টি জয়রাইড চলে। তবে বড়দিন ও নিউ ইয়ারের কথা মাথায় রেখেই বাড়তি আরও ৪টি টয় ট্রেন চালানো হবে।"
বড়দিনের ছুটিতে প্রতিবছর পাহাড়ে ভিড় জমান দেশ-বিদেশের পর্যটকরা। এ বছরও তার ব্যতিক্রম হচ্ছে না। কারণ ইতিমধ্যে পাহাড়ে আসার জন্য বুকিং শুরু হয়ে গিয়েছে। এই খবর পাওয়া মাত্রই রেল বাড়তি জয়রাইড চালানোর সিদ্ধান্ত নিয়ে ফেলে। আবার যাঁরা দার্জিলিং যাবেন না, তাঁদের সুবিধার্থে সমতলেও টয় ট্রেন জয়রাইডের ব্যবস্থা করা হয়েছে।
কবে থেকে চালানো হবে?
advertisement
advertisement
রেলের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ২৩, ২৪, ২৫, ২৬ সহ ৩০, ৩১ডিসেম্বর ও ১, ২ জানুয়ারি শিলিগুড়ি জংশন থেকে সুকনা পর্যন্ত সান্ধ্যকালীন টয় ট্রেন চালানো হবে। ট্রেনটি সন্ধ্যা ৫টায় ছেড়ে ৬টা ১০মিনিটে সুকনা পৌঁছে যাবে। সেখানে ২০মিনিটের বিরতি। তারপর ওই ট্রেনটি ফের ৬টা ৩০মিনিটে ছেড়ে ৭টা ৩০মিনিটে জংশন পৌঁছে যাবে।
advertisement
আরও পড়ুন : বিয়ের আগেই জন্ম প্রথম দুই ছেলের, বাল্যসখী থেকে স্ত্রী হওয়া আন্তোনেলা জীবনের সব লড়াইয়ে পাশে থেকেছেন মেসির
জয়রাইডের খরচ কত?
এই জয়রাইডের ভাড়া ১,২০০টাকা। এছাড়া পাহাড়ে দার্জিলিং থেকে ঘুম এখন ৮টি জয়রাইড চলছে। কিন্তু পর্যটকদের সুবিধার্থে ২২ডিসেম্বর থেকে ৫জানুয়ারি অবধি বাড়তি ৪টি টয় ট্রেন চালানো হবে।
advertisement
বাড়তি পাওনা
পাহাড়ে পর্যটকরা এলেই নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং টয় ট্রেনে না গেলেও পাহাড়ে গিয়ে তারা জয়রাইডে চড়েই থাকে। বেশ চাহিদা রয়েছে এই জয়রাইডের। অনেক সময় টিকিট পাওয়া দুষ্কর হয়ে যায়। তাই রেল আরও ৪টি বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। যাতে কোনও পর্যটক নিরাশ না হয়ে পড়ে।
আরও পড়ুন : বিশ্বকাপ শেষ; কী হবে ভারত, বাংলাদেশ থেকে আসা কর্মীদের? আশঙ্কার প্রহর গুনছেন তাঁরা
এ প্রসঙ্গে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের অধিকর্তা প্রিয়াংশু বলেন, "টয় ট্রেন গোটা বিশ্বে বিখ্যাত৷ তাই সকলেই এই ট্রেন চড়তে চায়। আর বড়দিন ও নিউ ইয়ার পালন করতে পাহাড়ে দেশ-বিদেশের পর্যটকদের আগমন হবে। তাই আমরা তাদের কথা মাথায় রেখেই জয়রাইডের সংখ্যা বাড়িয়ে দিয়েছি। আশাকরি যারা টয় ট্রেন চড়তে ইচ্ছুক তারা সকলেই রাইড করতে পারবেন।"
Location :
First Published :
December 20, 2022 3:52 PM IST