বিয়ের আগেই জন্ম প্রথম দুই ছেলের, বাল্যসখী থেকে স্ত্রী হওয়া আন্তোনেলা জীবনের সব লড়াইয়ে পাশে থেকেছেন মেসির
- Written by:Bangla Digital Desk
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Lionel Messi Love Story: খুদে বান্ধবীর দেখা পেতে ঘন ঘন হানা দিতেন বন্ধুর বাড়ি। কিন্তু সব সময় তো আর ভাগ্যদেবী সুপ্রসন্ন হতেন না। ছুটিতে কখনও সখনও আন্তোনেলার সঙ্গে দেখা হয়ে যেত
advertisement
কোনও এক গ্রীষ্মের ছুটিতে নিজের বড় হয়ে ওঠার শহর আর্জেন্তিনার রোজারিওতে মেসির সঙ্গে প্রথম দেখা আন্তোনেলার। মেসি গিয়েছিলেন তাঁর বন্ধু লুকাস স্ক্যাগিলার বাড়িতে। সেখানেই আলাপ স্ক্যাগিলার তুতো বোন আন্তোনেলার সঙ্গে। মেসি তখন ৯ বছরের বালক। আন্তোনেলার বয়স ৮ বছর। স্ক্যাগিলার বাড়িতে জমে উঠল তিন জনের খেলার আসর।
advertisement
advertisement
advertisement
অনূর্ধ্ব ১৪ স্তরে ফুটবল খেলার জন্য মেসি ও পরিবারের বাকি সদস্যকে নিয়ে স্পেনে পাড়ি দেন মেসির বাবা। আন্তোনেলা থাকেন আর্জেন্তিনার রোজারিওতে। এই সময়েই দু’জনে একে অন্যের প্রতি মনের টান অনুভব করেন। কৈশোর প্রেমে বিরহ এলেও কেরিয়ারে বজায় ছিল উড়ানগতি। মেসি ফুটবলে এবং অন্তোনেলা এগিয়ে যান ডেন্টাল মেডিসিন ও সার্জারির শাখায় নিজের পড়াশোনায়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement






