জানা গিয়েছে, এদিন সকালে কাঁকসার রেলপার এলাকার একটি শ্মশান কালী মন্দিরে চুরির ঘটনা সামনে আসে। মন্দির খুলতে গিয়ে বিষয়টি প্রত্যক্ষ করেন স্থানীয়রা। মন্দির সংলগ্ন এলাকাতেই দুটি প্রণামী বাক্স ভেঙে ফেলে দেওয়া হয়েছে। পাশাপাশি মন্দির থেকে লক্ষধিক টাকা মূল্যের সোনার গয়না সহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীদের দল। ঘটনার খবর পেয়ে সেখানে উপস্থিত হয় কাঁকসা থানার পুলিশ। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। যদিও এই বিষয়ে স্থানীয়রা বলছেন, মন্দিরটি কয়েক বছর আগে নতুন করে নির্মাণ করা হয়েছে। সেই মন্দিরে চুরির ঘটনা হল। যদিও এর আগে পুরনো মন্দিরও একবার চুরি হয়েছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।
advertisement
আরও পড়ুন : রাস্তার টেন্ডার নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ! রাজনৈতিক দ্বন্দ্ব
অন্যদিকে, কাঁকসার সুভাষপল্লী এলাকায় এক গৃহস্থের বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বাড়িটি বেশ কয়েকদিন ধরে তালা বন্ধ ছিল। বাড়িতে তন্দ্রা দাস নামের এক বৃদ্ধা একাই থাকতেন। গত কয়েকদিন আগে ওই বৃদ্ধা মেদিনীপুরে মেয়ের বাড়ি গিয়েছিলেন। সেই কারণে বাড়িটি তালা বন্ধ অবস্থায় ছিল। আর সেই সুযোগে লুটপাট চালিয়েছে দুষ্কৃতীরা।
আরও পড়ুন : নিরাপত্তারক্ষীহীন এটিএম পেয়েই অবাধে লুটপাট দুষ্কৃতীদের!
জানা গিয়েছে, এদিন সকালে প্রতিবেশীরা দরজা খোলা অবস্থায় দেখতে পান। তাতে সন্দেহ হয় স্থানীয়দের। তখন বাড়ির ভিতরে উঁকি মেরে প্রতিবেশীরা দেখতে পান, বাড়ির ভিতরে সমস্ত জিনিস লন্ডভন্ড অবস্থায় পড়ে আছে। এরপরেই প্রতিবেশীরা ওই বৃদ্ধা ও কাঁকসা থানার পুলিশকে খবর দেন। কাঁকসা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে পরপর চুরির ঘটনায় রীতিমত আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা।
নয়ন ঘোষ






