Paschim Bardhaman: নিরাপত্তারক্ষীহীন এটিএম পেয়েই অবাধে লুটপাট দুষ্কৃতীদের!
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
রাতের অন্ধকারে নিরাপত্তা রক্ষীহীন একটি এটিএমে লুটপাট চালাল দুষ্কৃতীদের দল। নিরাপত্তা রক্ষীহীন ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএমে নির্বিচারে ভাঙচুর এবং লুটপাট চালিয়েছে দুষ্কৃতীদের দল।
#পশ্চিম বর্ধমান : রাতের অন্ধকারে নিরাপত্তা রক্ষীহীন একটি এটিএমে লুটপাট চালাল দুষ্কৃতীদের দল। নিরাপত্তা রক্ষীহীন ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএমে নির্বিচারে ভাঙচুর এবং লুটপাট চালিয়েছে দুষ্কৃতীদের দল। যদিও ঘটনাটি নজরে এসেছে পরদিন সকালে। স্থানীয়রা পরদিন সকালে এটিএমে টাকা তুলতে গেলে, এটিএম-টি ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় ব্যাঙ্ক কর্তৃপক্ষকে। খবর দেওয়া হয় পুলিশেও। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যাঙ্ক কর্তৃপক্ষ এই ঘটনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে কুলটির বাবণ্ডিয়া এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কুলটির বাবন্ডিয়া এলাকায় একটি রাষ্ট্রয়ত্ব ব্যাঙ্কের এটিএম রয়েছে রাস্তার পাশেই। এই এটিএমটি স্থানীয় মানুষদের কাছে অন্যতম ভরসার জায়গা। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এই এটিএমে দিনভর প্রচুর গ্রাহকের আনাগোনা লেগে থাকে। ফলে সবসময় এই এটিএমে থাকে টাকা।
advertisement
advertisement
অন্যদিকে সদাব্যস্ত এই এটিএমে দীর্ঘদিন ধরেই কোনও নিরাপত্তা রক্ষী নেই। সেই সুযোগকেই কাজে লাগিয়েছে দুষ্কৃতীদের দল। তদন্তকারী আধিকারিকদের অনুমান, এই এটিএমে লুটপাট চালানোর আগে বেশ কয়েকদিন ধরে পরিকল্পনা সাজিয়েছে দুষ্কৃতীরা। তারপর সময়, সুযোগ বুঝে হামলা চালিয়েছে ওই এটিএমে। রাতের অন্ধকারে ফাঁকা সময়ের সুযোগ নিয়ে এটিএম ভাঙচুর করা হয়েছে।
আরও পড়ুনঃ বিনামূল্যে জল পৌঁছে দিতে 'জলস্বপ্ন প্রকল্প' রূপনারায়নপুরে
এটিএম থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়েছে দুষ্কৃতীরা। যদিও ঠিক কত টাকা নিয়ে চম্পট দিয়েছে তারা, সে বিষয়ে মুখ খোলেনি ব্যাঙ্ক কর্তৃপক্ষ। তবে স্থানীয়দের মধ্যে এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে। তারা দাবি তুলছেন, এটিএমে দ্রুত নিরাপত্তারক্ষীর ব্যবস্থা করা হোক। তাহলে এই ধরণের দুষ্কৃতী হামলা কমানো যাবে।
advertisement
Nayan Ghosh
Location :
First Published :
August 22, 2022 8:18 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman: নিরাপত্তারক্ষীহীন এটিএম পেয়েই অবাধে লুটপাট দুষ্কৃতীদের!