Paschim Bardhaman: বিনামূল্যে জল পৌঁছে দিতে 'জলস্বপ্ন প্রকল্প' রূপনারায়নপুরে

Last Updated:

রূপনারায়ণপুরে জনস্বাস্থ্য কারিগরি দফতরের উদ্যোগে বাড়ি বাড়ি পানীয় জলের সরবরাহ করতে জলস্বপ্ন প্রকল্পের শিলান্যাস হল রূপনারায়নপুর দুর্গা মন্দির প্রাঙ্গনে।

+
title=

#পশ্চিম বর্ধমান : রূপনারায়ণপুরে জনস্বাস্থ্য কারিগরি দফতরের উদ্যোগে বাড়ি বাড়ি পানীয় জলের সরবরাহ করতে জলস্বপ্ন প্রকল্পের শিলান্যাস হল রূপনারায়নপুর দুর্গা মন্দির প্রাঙ্গনে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই প্রকল্প শুরু করেছে রাজ্য সরকার। এদিন ফিতে কেটে এবং নারকেল ফাটিয়ে পাইপ লাইন ও বাড়িতে বাড়িতে জল সংযোগের কাজের শিল্যানাস করা হয়। এই শিলান্যাস অনুষ্ঠানে হাজির ছিলেন বারাবনি বিধায়কের প্রতিনিধি তথা যুব নেতা মুকুল উপাধ্যায় ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান।
তাছাড়াও ছিলেন সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসি, সহ-সভাপতি বিদ্যুৎ মিশ্র, সমাজসেবী ভোলা সিং সহ বিশিষ্টরা। এই অনুষ্ঠানে যোগ দিতে এসে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান বলেছেন, এই জলস্বপ্ন প্রকল্পের মাধ্যমে সালানপুর ব্লকের প্রায় ২ লক্ষ মানুষ উপকৃত হবেন।
আরও পড়ুনঃ অনুব্রতর জন্য নিরাপত্তার বজ্রআঁটুনি আসানসোল সিবিআই আদালতে
খুবই শীঘ্রই তার কাজ শুরু হবে। ইতিমধ্যেই প্রকল্পের কাজের শিলান্যাস করা হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন হবে। তারপর জল স্বপ্ন প্রকল্পের মাধ্যমে প্রত্যেক বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হবে পরিশ্রুত পানীয় জল। সম্পূর্ণ বিনামূল্যে এই পানীয় জল পৌঁছে দেওয়া হবে প্রত্যেক বাড়িতে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ জন্মাষ্টমীতে গোপালপুরের গোপাল ঠাকুরের রাতভর পুজো পাঠ
তার ফলে এতদিন যে জল কষ্টের অভিযোগ উঠত, তা আর থাকবে না। প্রত্যেক মানুষই বিনামূল্যে পানীয় জল পাবেন। ফলে জল বয়ে আনার জন্য মানুষকে আর কষ্ট করতে হবে না। পাশাপাশি পরিশ্রুত পানীয় জল না পাওয়ার কারণে যে সমস্ত রোগের আশঙ্কা থাকত, সেই সমস্ত আশঙ্কাও দূর হবে। জল স্বপ্ন প্রকল্প বাস্তবায়ন করতে প্রশাসনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় মানুষজন।
advertisement
Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman: বিনামূল্যে জল পৌঁছে দিতে 'জলস্বপ্ন প্রকল্প' রূপনারায়নপুরে
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement