Paschim Bardhaman: রাস্তার টেন্ডার নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ! রাজনৈতিক দ্বন্দ্ব

Last Updated:

রাস্তার টেন্ডার হয়েছে সদ্য। কিন্তু তার প্রায় দশ মাস আগে হয়ে গিয়েছে রাস্তা নির্মাণ। সম্প্রতি এমনই অভিযোগ উঠে এসেছে কাঁকসার বনকাটি এলাকায়।

#পশ্চিম বর্ধমান : রাস্তার টেন্ডার হয়েছে সদ্য। কিন্তু তার প্রায় দশ মাস আগে হয়ে গিয়েছে রাস্তা নির্মাণ। সম্প্রতি এমনই অভিযোগ উঠে এসেছে কাঁকসার বনকাটি এলাকায়। যে ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক দ্বন্দ্ব। উঠেছে দুর্নীতির অভিযোগ। স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতার অভিযোগ, দুদিন আগে যে রাস্তা নির্মাণের টেন্ডার হয়েছে, সেই রাস্তা কীভাবে দশ মাস আগে নির্মাণ হয়ে গিয়েছে? ফলে এই রাস্তা নির্মাণ নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলেছেন কয়েকজন স্থানীয় মানুষ। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দ্বারস্থ হয়েছেন তারা।
যদিও এই বিষয়ে মুখ খুলতে চাননি বনকাটি পঞ্চায়েতের প্রধান। জানা গিয়েছে, চলতি মাসের গত ১৮ তারিখে কাঁকসার বনকাটি এলাকায় পাকা রাস্তা নির্মান করার জন্য টেন্ডার করা হয়। টেন্ডার প্রকাশ্যে আসতেই রাস্তা নির্মাণ নিয়ে দুর্নীতির অভিযোগ তুলেছেন এলাকার বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগের সঙ্গে তাল মিলিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। অভিযোগ উঠেছে, টেন্ডারের আগেই ওই রাস্তা নির্মান হয়ে গিয়েছে।
advertisement
আরও পড়ুনঃ নিরাপত্তারক্ষীহীন এটিএম পেয়েই অবাধে লুটপাট দুষ্কৃতীদের!
তাদের প্রশ্ন, টেন্ডারের আগেই যদি রাস্তা নির্মান হয়ে যায়, তবে এই বিষয়ে বড়সড় দুর্নীতি হয়েছে। এমনটাই অভিযোগ তুলেছে বিজেপি নেতৃত্ব। যদিও এই বিষয়ে কাঁকসার বনকাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান পিন্টু বাগদি এই বিষয়ে বিশেষ মন্তব্য করেন নি। এই বিষয়ে পঞ্চায়েত প্রধান ফোনালাপে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন, এই বিষয়টি তার অধীনে নেই। তাই তিনি কিছু জানাতে পারবেন না। অন্যদিকে এই বিষয়ে পাল্টা মন্তব্য করেছেন বিজেপির বর্ধমান সদরের জেলা সহ সভাপতি রমন শর্মা।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বিনামূল্যে জল পৌঁছে দিতে 'জলস্বপ্ন প্রকল্প' রূপনারায়নপুরে
তিনি জানিয়েছেন, বনকাটি গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাল গ্রামে রাস্তা নির্মাণের টেন্ডার হল গত দু দিন আগে। সেই রাস্তা কীভাবে প্রায় ১০ মাস আগে নির্মাণ করা হয়েছে, সেই নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। সুখের খবর এই বিষয়টি নিয়ে সরাব হয়েছেন স্থানীয় বাসিন্দারাও। দুর্নীতির অভিযোগে স্থানীয় ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এর কাছে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। অভিযোগের সঙ্গে টেন্ডার এবং রাস্তা হয়ে যাওয়ার বিভিন্ন তথ্য তুলে দেওয়া হয়েছে বলে খবর। এখন বিডিও কি ব্যবস্থা নিচ্ছেন, সেদিকে তাকিয়ে রয়েছেন এলাকাবাসী।
advertisement
Nayan Ghosh
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman: রাস্তার টেন্ডার নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ! রাজনৈতিক দ্বন্দ্ব
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement