পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী জানিয়েছেন, এই জয় তিনি তৃণমূলের কর্মীদের উৎসর্গ করছেন। পাশাপাশি জয়ী প্রার্থীদের অভিনন্দনও জানিয়েছেন তিনি। একইসঙ্গে বিরোধীদের উদ্দেশ্যে বলেছেন, “মানুষের কাছে যেতে হবে। আমরা যখন দেওয়াল লিখন করেছি, প্ল্যাকার্ড-ফেস্টুন লাগিয়েছি, তখন ওরা ষড়যন্ত্র করেছে।” তাই নির্বাচনে এই ফল হওয়া খুব স্বাভাবিক। বিরোধীদের অভিযোগ নস্যাৎ করে দিয়ে তিনি বলেছেন, “মানুষ তৃণমূলের আমলে প্রচুর উন্নয়ন দেখেছেন। প্রচুর সুবিধা পেয়েছেন। তারই প্রতিফলন হয়েছে ভোটের ফল।” পাঁচ বছর পর আবার বিরোধীদের সঙ্গে পঞ্চায়েতের ময়দানে দেখা হবে বলে মন্তব্য করেছেন জেলা তৃণমূল সভাপতি।
advertisement
আরও পড়ুন: মন ছুঁয়ে যাওয়া নির্বাচন! বাচ্চারা দোলনায় দোল খাচ্ছে, মায়েরা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে
অন্যদিকে, পঞ্চায়েত নির্বাচন প্রসঙ্গে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির বলেছেন, “এটা কোনও নির্বাচন হয়নি। এই ধরনের নির্বাচনের কোনও মানে হয় না। আমরা আশা করেছিলাম, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচীর পর অন্ততপক্ষে একটা অন্যরকম নির্বাচন আমরা দেখতে পাব। কিন্তু সেটা হয়নি। পঞ্চায়েত নির্বাচনে দিকে দিকে হিংসা চলেছে। তবে তার মধ্যেও যেভাবে বিরোধীরা এগিয়ে থেকেছেন, জয় পেয়েছেন – তা উল্লেখযোগ্য বিষয়।” তিনি মনে করছেন, পঞ্চায়েত নির্বাচনে সাধারণ মানুষ যেভাবে অশান্তি দেখেছে, তার ফল লোকসভা নির্বাচনে প্রতিফলিত হবে। মানুষ সেখানে নিজের মতামত স্বচ্ছ ভাবে দিতে পারবেন। তখন স্পষ্ট হয়ে যাবে জনমত আসলেই কোন দিকে রয়েছে।
আরও পড়ুন: পুনর্নির্বাচন নিয়ে যা বললেন গ্রামবাসীরা, তা আপনাকেও ভাবাবে!
এই বিষয়ে বাম নেতা পঙ্কজ রায় সরকার বলেছেন, “২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনে বাম প্রার্থীরা গত পঞ্চায়েত নির্বাচনের তুলনায় ভাল ফল করেছেন। ৫১ টি পঞ্চায়েতে জয় পেয়েছেন বাম প্রার্থীরা। শাসকদলের বিরুদ্ধে মানুষের ক্ষোভ পঞ্জীভূত হচ্ছে। যার প্রতিফলন দেখা গিয়েছে এই নির্বাচনে। নির্বাচনের দিন থেকে গণনার দিন পর্যন্ত মানুষের প্রতিরোধ দেখা গিয়েছে। এই বিষয়টা তৃণমূলের বোঝা উচিত।” একই সঙ্গে পঞ্চায়েত নির্বাচনে যে সন্ত্রাসের আবহাওয়া তৈরি হয়েছিল সেই বিষয়টিও উঠে এসেছে বাম নেতার কথায়।
অন্যদিকে, জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী। তিনি এই পঞ্চায়েত নির্বাচনকে অভূতপূর্ব বলে আখ্যা দিয়েছেন। মূলত পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে যেভাবে দিকে সন্ত্রাস দেখা গিয়েছে, সেই ঘটনাকে অভূতপূর্ব বলে আখ্যা দিয়েছেন তিনি। নমিনেশন পর্ব থেকে শুরু করে নির্বাচন, এবং গণনা – সব ক্ষেত্রেই বারবার পঞ্চায়েত নির্বাচনে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের একাধিক জায়গা। একই সঙ্গে শাসকদলকে প্রশাসন মদত দিয়েছে বলে অভিযোগ তুলেছেন তিনি। দেবেশ চক্রবর্তী বলেছেন, “এই পঞ্চায়েত নির্বাচনে মানুষ যেভাবে প্রতিরোধ করেছে, তা থেকে তৃণমূলের শিক্ষা নেওয়া দরকার।” বিরোধীরা এত সন্ত্রাসের মধ্যেও ভাল ফল করেছে বলেই মনে করছেন এই কংগ্রেস নেতা।
Nayan Ghosh