Panchayat Election 2023: মন ছুঁয়ে যাওয়া নির্বাচন! বাচ্চারা দোলনায় দোল খাচ্ছে, মায়েরা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে

Last Updated:

সোমবার ফের এই দুই বুথে সকাল থেকে চলছে ভোট গ্রহণ। ছিল পর্যাপ্ত পুলিশবাহিনী এমন কী কেন্দ্রীয় বাহিনিও দেখা মিলেছে বুথ গুলিতে। তবে আগের দিনের থেকে আজকের ছবিটা অনেকটাই আলাদা। পুরুষ এবং মহিলাদের সুষ্ঠভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গিয়েছে এদিন।

উত্তর ২৪ পরগনা: পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণের দিন ছড়িয়ে ছিল অশান্তি। তাই আবারও নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্কুটিনি করে ৪৬টি বুথে পুনরায় চলছে পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ। এদিন বারাসাত ব্লক ওয়ানের কোটরা গ্রাম পঞ্চায়েতের জাফরপুর ও কিলিশপুরের দুটি বুথে পুনরায় ভোট গ্রহণ করা হয়।
আগের দিন এই দুই বুথে ছড়িয়ে পড়ে ছিল চরম উত্তেজনা৷ এমনকি ব্যালট বাক্স বুথ থেকে ছিনতাই-সহ পুকুরে ফেলা দেওয়া মতো নানা ঘটনা হয়ে উঠে ছিল। ভোট কেন্দ্রেই সংঘর্ষে জড়িয়ে পড়ে শাসক ও বিরোধী দলের উভয় পক্ষই। তার জেরে বন্ধ করে দেওয়া হয় ভোট গ্রহণ প্রক্রিয়া।
advertisement
advertisement
সোমবার ফের এই দুই বুথে সকাল থেকে চলছে ভোট গ্রহণ। ছিল পর্যাপ্ত পুলিশবাহিনী এমন কী কেন্দ্রীয় বাহিনিও দেখা মিলেছে বুথ গুলিতে। তবে আগের দিনের থেকে আজকের ছবিটা অনেকটাই আলাদা। পুরুষ এবং মহিলাদের সুষ্ঠভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গিয়েছে এদিন।এমনকি জাফরপুর অবৈতনিক বিদ্যালয়ে ভোট গ্রহণ কেন্দ্রেই দেখা গেল দোলনায় দোল খাচ্ছে কচিকাচারা এবং তাদের আনন্দের মাঝেই মায়েরা লাইনে দাঁড়িয়ে একে একে শামিল হচ্ছেন গণতন্ত্রের এই উৎসবে।
advertisement
সেদিনের ঘটনা যারা চাক্ষুষ দেখেছেন, এ দিনের ভোট গ্রহণ কেন্দ্রের ছবি দেখে তারাই বলছেন এমন সুস্থ শান্ত নির্বাচন যদি আগের দিন হত তাহলে আবার এভাবে পুনরায় লাইনে দাঁড়িয়ে ভোট গ্রহণের প্রয়োজন পড়ত না। তবে এদিনের ভোট গ্রহণের শান্ত ছবি দেখে স্বস্তিতে জেলা প্রশাসন। আজ আর জনমত দেওয়া ব্যালট বাক্স পরলো না পুকুরে, তা গণনার জন্য নিয়ে যাওয়া হল নির্দিষ্ট গন্তব্যে। রাত পার হলেই জানা যাবে এর ফলাফল।
advertisement
Rudra Narayan Roy
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Panchayat Election 2023: মন ছুঁয়ে যাওয়া নির্বাচন! বাচ্চারা দোলনায় দোল খাচ্ছে, মায়েরা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement