কলকাতা: গ্রামের ভোটে তৃণমূলের বিপুল জয়। জেলা পরিষদ থেকে গ্রাম পঞ্চায়েত, তিন স্তরেই সবুজের দাপট। যা দেখে অনেকেই বলছেন, দুর্নীতির অভিযোগ নয়। মানুষ ভোট দিলেন উন্নয়নের খতিয়ান দেখেই। নিয়োগ দুর্নীতি থেকে কয়লা-গরু পাচার। একশো দিনের কাজ থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা। একের পর এক দুর্নীতির অভিযোগে লাগাতার শাসকদলকে বিঁধেছে বিরোধীরা। দুর্নীতিকে অস্ত্র করেছে বিরোধীরা। পালটা উন্নয়নের খতিয়ান নিয়ে আসরে নেমেছে শাসকদল। তারা হাতিয়ার করেছে, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রীর মতো জনকল্যাণমূলক প্রকল্পগুলিকে।
পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচন 2023: লাইভ ফলাফল–https://bengali.news18.com/elections/west-bengal-panchayat-election-2023/