Panchayat Election 2023: পুনর্নির্বাচন নিয়ে যা বললেন গ্রামবাসীরা, তা আপনাকেও ভাবাবে!

Last Updated:

বাধ্য হয়ে ভোট গ্রহণ প্রক্রিয়া স্থগিত রাখতে হয়েছিল নির্বাচন কমিশনকে। তাই সোমবার রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি পুরুলিয়া ১ নম্বর ব্লকের গাড়াফুসড় দু নম্বর প্রাথমিক বিদ্যালয়ের ১৬ নম্বর বুথে পুনঃনির্বাচন হল।

+
title=

পুরুলিয়া: ৮  জুলাই পুরুলিয়া ১ নম্বর ব্লকের গাড়াফুসড় দু নম্বর প্রাথমিক বিদ্যালয়ের ১৬ নম্বর বুথে নির্বাচন চলাকালীন রীতিমতো রণক্ষেত্রের চেহারা তৈরি হয়েছিল। ব্যালট বক্সে জল ঢালা থেকে শুরু করে ব্যালট পেপার ছিঁড়ে ফেলা এমন নানা অভিযোগ উঠে এসেছিল। আর তারপরেই গোটা এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। এলাকা জুড়ে পরিস্থিতি উতপ্ত হয়ে ওঠে। যার জেরে সেদিন সকাল ১১ টা থেকে বন্ধ হয়ে যায় ভোট গ্রহণ। ‌
বাধ্য হয়ে ভোট গ্রহণ প্রক্রিয়া স্থগিত রাখতে হয়েছিল নির্বাচন কমিশনকে। তাই সোমবার রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি পুরুলিয়া ১ নম্বর ব্লকের গাড়াফুসড় দু নম্বর প্রাথমিক বিদ্যালয়ের ১৬ নম্বর বুথে পুনর্নির্বাচন হল। ‌এদিন বুথে সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। কড়া পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল ভোট কেন্দ্রটিকে। সেই সঙ্গে চলছে পুলিশি টহল।
advertisement
advertisement
এলাকার মানুষদের দাবি , সেদিন যদি যথাযথ কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ মোতায়েন থাকলে এই পুনর্নির্বাচনের পরিস্থিতি তৈরি হতো না। পাশাপাশি শান্তিও বজায় থাকত। ১০ জন কেন্দ্রীয় বাহিনী ও ৪৮ জন রাজ্য পুলিশ মোতায়েন করা হয়েছে গাড়াফুসড়র ওই বুথে।
advertisement
এ বিষয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো বলেন , “নির্বাচন কমিশন পুরানো রেকর্ড সিদ্ধান্ত নেয় কোন এলাকায় কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে এইসব। ‌এই এলাকায় কখনও এই ধরনের ঘটনা আগে ঘটেনি তাই কেন্দ্রীয় বাহিনী দেওয়া হয়নি। তবে পুনর্নির্বাচন শান্তিপূর্ণ।” ‌
advertisement
পুরুলিয়া জেলার মোট চারটি জায়গায় পুনর্নির্বাচন করা হচ্ছে তার মধ্যে অন্যতম। পুরুলিয়া ১ নম্বর ব্লকের গাড়াফুসড় দু নম্বর প্রাথমিক বিদ্যালয়ের ১৬ নম্বর বুথে। নির্বাচন পঞ্চায়েত নির্বাচনের দিন আতঙ্কের কারণে অনেকেই ভোট দিতে আসেননি তবে পুনঃনির্বাচন সুষ্ঠুভাবে হওয়ায় খুশি ভোটাররাও। ‌
শমিষ্ঠা ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Panchayat Election 2023: পুনর্নির্বাচন নিয়ে যা বললেন গ্রামবাসীরা, তা আপনাকেও ভাবাবে!
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement