Panchayat Election 2023: হাওড়ায় ছিনতাই ব্যালট বক্স! তারপর যা হল শুনলে পায়ের তলা থেকে মাটি সরে যাবে
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
হাওড়ায় ভোটগ্রহণকে কেন্দ্র থেকে ব্যালট বক্স ছিনতাই অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
হাওড়া: পঞ্চায়েত নির্বাচনের সকাল থেকেই পরিস্থিতি উতপ্ত। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে নানা অশান্তির খবর। পাশাপাশি ছাপ্পা ভোটের অভিযোগে রাজ্যের নানা প্রান্তে ব্যালট বক্স ছিনটাই থেকে ব্যালট বক্সে জল এমনি ভাতের ফ্যান ডেলে দেওয়ার মতো খবরও। পাশাপাশি কোথাও কোথাও ব্যালট পেপারে আগুন পর্যন্ত ধরিয়ে দিতে দেখা গিয়েছে। আর তেমনি এক খবর উঠে এল হাওড়া থেকে। সেখানে ভোটগ্রহণকে কেন্দ্র থেকে ব্যালট বক্স ছিনতাই অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
উলুবেড়িয়া ১ নম্বর ব্লকের হাটগাছা ১ পঞ্চায়েতের অন্তর্গত বাহাদুরপুর প্রাথমিক বিদ্যালয়ে ভাঙচুর করা হল ব্যালট বক্স। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার বাহাদুরপুর প্রাথমিক বিদ্যালয়ে ৯৯ ও ৯৯-ক বুথের ভোট গ্রহণ চলছিল। হঠাৎই ওই বুথে হামলা চালায় একদল তৃণমূল আশ্রিত দুষ্কৃতি এমনটাই অভিযোগ এলাকার মানুষের। হামলা চালিয়ে ভাংচুর করা হয় ভোট গ্রহণ কেন্দ্র।
advertisement
advertisement
advertisement
ব্যালট বক্স ভেঙে পুকুরে ফেলে দেওয়া হয়। তালা বন্দী করে রাখা হয় ভোট নিতে আসা কর্মীদের। এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উলুবেড়িয়ার SDPO-র নেতৃত্বে এসে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। পুকুর থেকে তোলা হয় ব্যালট বক্স, তালা বন্দীদের মুক্ত করা হয় ভোট নিতে আসা কর্মীদের।
রাকেশ মাইতি
Location :
Kolkata,West Bengal
First Published :
July 08, 2023 5:08 PM IST