Panchayat Election 2023: কী ভয়াবহ! বেলা বাড়তেই স্বমহিমায় ভাঙড়, ভোটকেন্দ্রের বাইরেই ঘটল মারাত্মক ঘটনা
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
ভাঙড়ের পাওয়ার গ্রিড এলাকায় ভোট কেন্দ্রের পাশেই পাওয়া গেল বোমা।
দক্ষিন ২৪ পরগনাঃ পঞ্চায়েত নির্বাচনের সকাল থেকেই পরিস্থিতি উতপ্ত। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে নানা অশান্তির খবর। এইসব ঘটনায় চাঞ্চল্য ছড়ালো একালায়। আর তার মধ্যেই ভাঙড়ের পাওয়ার গ্রিড এলাকায় ভোট কেন্দ্রের পাশেই পাওয়া গেল বোমা।
বোমা পাওয়ার পর থেকেই কাশিপুর থানা এবং বারুইপুর থানার পুলিশের পক্ষ থেকে করা নজরদার চালানো হচ্ছে। চলছে পুলিশের রুটমার্চ ডিসি ক্রাইম এ নেতৃত্বে। কোথাও জমায়েত দেখলেই লাঠি উঁচিয়ে ধাওয়া করছে কমব্যাট বাহিনী, জমায়েত ছাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। পুলিশের লক্ষ্য শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ পর্ব শেষ করা।
advertisement
advertisement
advertisement
পাশাপাশি ডায়মণ্ড হারবারের বিভিন্ন বুথ থেকে নানা অশান্তির ঘটনা উঠে এসেছে। কুল্পি হটুগঞ্জ হাই স্কুলেও গেটে তালা মেরে আগ্নেয়াস্ত্র নিয়ে বুথ দখলের অভিযোগ ওঠে ছিল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এছাড়াও দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকা থেকে পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে , বিরোধীদের এজেন্টদের বুথে ঢুকতে বাধা ও মারধর করার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। সব মিলিয়ে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতি দক্ষিণ ২৪ পরগনায়।
advertisement
তবে অন্যদিকে, কোথাও থেকে কোনও অভিযোগ এলেই তৎক্ষণাত ব্যবস্থা নিচ্ছে পুলিশ। এলাকাবাসীর থেকে অভিযোগ শোনা হচ্ছে। পুলিশের কাছে অভিযোগ এসেছিল এক কর্মীকে বাড়িতে গতকাল রাত থেকে তালা বন্ধ করে রাখা হয়েছে। সেই অভিযোগ পাওয়া মাত্রই পুলিশ গিয়ে তাঁকে বাড়ি থেকে উদ্ধার করে।
সুমন সাহা
Location :
Kolkata,West Bengal
First Published :
July 08, 2023 2:14 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Panchayat Election 2023: কী ভয়াবহ! বেলা বাড়তেই স্বমহিমায় ভাঙড়, ভোটকেন্দ্রের বাইরেই ঘটল মারাত্মক ঘটনা