South 24 Parganas News: বাসন্তীতে হঠাৎ বদল! ভোটের আগেই ‘পাল্টি’ বিজেপি প্রার্থীর, বিভ্রান্ত ভোটাররা
- Published by:Satabdi Adhikary
- hyperlocal
- Reported by:SUMAN SAHA
Last Updated:
এলাকার প্রায় শতাধিক বিজেপি প্রার্থী জোড়া ফুলের পতাকা এদিন হাতে তুলে নেন। তৃণমূলের উন্নয়নের কথা মাথায় রেখেই তাঁরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বলে দাবি নবাগত তৃণমূল কর্মীদের।
বাসন্তী: কখনও বিধানসভা ভোট আবার কখনও লোকসভা ভোট৷ দলবদল এখানে অব্যাহত। কখনও বিজেপি ছেড়ে তৃণমূলে, আবার কখনও তৃণমূল ছেড়ে বিজেপিতে৷ এই একই ছবি বারবার ভেসে উঠেছে আমাদের রাজ্যে। আর এবার পঞ্চায়েত ভোটেও হচ্ছে সেই দলবদল৷ তা-ও আবার যখন ভোটের মাত্র একটা দিন বাকি৷
পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগের দিনই বাসন্তীর বিজেপি শিবিরে ভাঙন। এবার বাসন্তীতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বিজেপির গত বিধানসভা ভোটের প্রার্থী রমেশ মাঝি। রমেশ ছাড়াও নফরগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ২৩৫ নম্বর বুথের বিজেপি প্রার্থী সন্ধ্যা মণ্ডল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন।
advertisement
advertisement
আরও পড়ুন: ভোটের আগের দিনও খুন মুর্শিদাবাদে! ‘আর কত রক্ত ঝরলে বন্ধ হবে এসব’, বিস্ফোরক অধীর
এছাড়াও, এলাকার প্রায় শতাধিক বিজেপি প্রার্থী জোড়া ফুলের পতাকা এদিন হাতে তুলে নেন। তৃণমূলের উন্নয়নের কথা মাথায় রেখেই তাঁরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বলে দাবি নবাগত তৃণমূল কর্মীদের।
যদিও তাঁদের এই দাবি মানতে চাননি বাসন্তী ব্লকের বিজেপি নেতৃত্ব। তাঁদের দাবি, নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই যেভাবে শাসকদল বিজেপি কর্মী, প্রার্থীদের উপর হামলা করছে, তাতে এই বিজেপি কর্মী, প্রার্থীরা বাধ্য হয়েই তাঁদের কাছে আত্মসমর্পণ করেছেন। এদিকে, বিজেপি প্রার্থী ভোটের ঠিক আগের দিন তৃণমূলে যোগ দেওয়ায়, কার্যত বিব্রত এলাকার পদ্মশিবির৷ বিভ্রান্ত ভোটাররাও৷
advertisement
সুমন সাহা
Location :
West Bengal
First Published :
July 07, 2023 10:27 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: বাসন্তীতে হঠাৎ বদল! ভোটের আগেই ‘পাল্টি’ বিজেপি প্রার্থীর, বিভ্রান্ত ভোটাররা