TRENDING:

Durgapur News: ‘রাহুলজির মহব্বত কা দুকান...’ টমেটো ৪০ টাকা কেজি, ১০০ টাকায় পাওয়া যাচ্ছে কাঁচালঙ্কা !

Last Updated:

পাশেই ছিল মোদিজির দোকান। কিন্তু সেখানে ক্রেতাদের ভিড় দেখা যায়নি সেই অর্থে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুর্গাপুর, পশ্চিম বর্ধমান: সবজি কিনতে গিয়ে হাতে ছ্যাকা লাগছে? দাম দেখে টমেটো কিনতে মন চাইছে না? দুর্গাপুরে ৪০ টাকা কেজিতে বিক্রি হল টমেটো। কাঁচালঙ্কা বিক্রি হল ১০০ টাকা কেজি দরে। আদার দাম ৭০ টাকা প্রতি কেজি। আর রসুন বিক্রি হয়েছে ১০০ টাকা কেজিতে। সৌজন্যে রাহুলজির ‘মহব্বত কা দুকান’।
advertisement

হ্যাঁ ঠিকই ধরেছেন। রাহুল গান্ধির কথাই বলা হচ্ছে। তাঁর প্রতি ভালবাসার দোকান থেকেই এত কম দামে সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে সবজি। পাশেই ছিল মোদিজির দোকান। কিন্তু সেখানে ক্রেতাদের ভিড় দেখা যায়নি সেই অর্থে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির জন্য এভাবেই অভিনব প্রতিবাদ জানাল যুব কংগ্রেস। দুর্গাপুরের আশিস মার্কেটে প্রতিবাদ জানাতে খোলা হয়েছিল ‘রাহুলজির মহব্বত কা দুকান’।

advertisement

আরও পড়ুন– ইস্টবেঙ্গলের ১০৪ তম প্রতিষ্ঠা দিবস বেশ আড়ম্বরের সঙ্গেই পালন শিলিগুড়িতে

ক্রেতারা কি বলছেন? ক্রেতারা বলছেন, তারা রাহুলজির মহব্বত কা দুকান থেকেই সবজি কিনেছেন। কারণ বিগত কয়েক সপ্তাহ ধরেই টমেটো, কাঁচা লঙ্কা, আদার দাম আকাশ ছোঁয়া। অগ্নিমূল্য এই জিনিস গলি কিনতে গিয়ে পকেটে চাপ পড়ছে মধ্যবিত্তের। যদি সরকার নিত্য প্রয়োজনীয় এই সবজিগুলির দাম নিয়ন্ত্রণে রাখে, তাহলে মানুষজনের অনেক সুবিধা হবে।

advertisement

View More

আরও পড়ুন-একমাসে দু’টি সুপারমুন! কীভাবে কখন দেখবেন, জেনে নিন বিস্তারিত

এই বিষয়ে জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী বলছেন, নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি ঠেকানোর জন্য যে আইন ছিল, তা কেন্দ্রীয় সরকার তুলে দিয়েছে। ফলে অনেকেই সুযোগ বুঝে ফায়দা লুটছেন। বাজারে আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করা হচ্ছে। তারপরেই বেড়ে যাচ্ছে প্রয়োজনীয় শাক-সবজির দাম।

advertisement

অন্যদিকে রাজ্য যে টাস্ক ফোর্স গঠন করেছে, সেই টাস্ক ফোর্সের সব জায়গায় দেখা পাওয়া যাচ্ছে না। যার ফল ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। তাই প্রতিবাদ জানাতে এবং সাধারণ মানুষের হাতে কম পয়সায় নিত্য প্রয়োজনীয় জিনিস তুলে দিতে যুব কংগ্রেস এই উদ্যোগ নিয়েছিল।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Nayan Ghosh

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Durgapur News: ‘রাহুলজির মহব্বত কা দুকান...’ টমেটো ৪০ টাকা কেজি, ১০০ টাকায় পাওয়া যাচ্ছে কাঁচালঙ্কা !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল