Durga Puja 2025: আর যেতে হবে না দিল্লি! দুর্গাপুরেই এবার 'ইণ্ডিয়া গেট', রয়েছে বিরাট চমক!
- Reported by:Dipika Sarkar
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
Durga Puja 2025: পুজোর থিমে স্বল্প বাজেটেই তাক লাগান মণ্ডপসজ্জা, দেখলে গায়ে কাঁটা দেবে, তাঁর আকর্ষণীয় পুজো মণ্ডপ ও প্রতিমা দর্শন করতে ভিড় করছেন দর্শনার্থীরা।
advertisement
1/6

ব্রিটিশ আমলে ১৯২১ সালে ভারতের নতুন দিল্লিতে গড়ে তোলা হয়েছিল 'ইণ্ডিয়া গেট'। সুদূর নতুন মুম্বাইয়ে গিয়ে ওই গেটের দর্শন সকলের হয়নি। তাই এবার দুর্গাপুরের কাশীরাম দুর্গাপুজো শরৎ সংঘ কমিটির দুর্গা পুজোর থিম 'ইণ্ডিয়া গেট'।( ছবি ও তথ্য : দীপিকা সরকার)
advertisement
2/6
ওই পুজো কমিটির এবার পুজো ৫৮ তম বর্ষে পদার্পণ করেছে। এলাকার ৪০০ টি পরিবার নিয়ে ওই সার্বজনীন দুর্গাপুজো করা হয়।পুজোয় বিশাল বাজেট না থাকলেও প্রতি বছরই দারুণ দারুণ থিম গড়ে ওঠে এখানে।( ছবি ও তথ্য: দীপিকা সরকার)
advertisement
3/6
পুজোকে কেন্দ্র করে এলাকায় সাংস্কৃতিক ও বিচিত্রা অনুষ্ঠানে মেতে ওঠেন এলাকাবাসী। এছাড়াও পুজো উদ্যোক্তারা এলাকার দুঃস্থ পরিবারের মহিলাদের নতুন শাড়ি বিতরণ করেন প্রতিবছরই। পাশাপাশি সারাবছর সমাজকল্যাণ মূলক কার্যকলাপ করেন তাঁরা।( ছবি ও তথ্য : দীপিকা সরকার)
advertisement
4/6
তাঁদের এবারের থিমের বার্তা 'যুদ্ধ নয় শান্তি চাই' বিশ্বজুড়ে শান্তির বার্তা দিতে চেয়েছেন তাঁরা। বিশাল মণ্ডপের অন্দরমহলে যুদ্ধের নৃশংসতার ভয়াবহ ছবির সিনারি তুলে ধরা হয়েছে। পাশাপাশি স্বাধীন সংগ্রামীদের আঁকা ছবি দিয়ে সাজানো হয়েছে মণ্ডপটি। ( ছবি ও তথ্য : দীপিকা সরকার)
advertisement
5/6
মণ্ডপে রয়েছে একচালা ডাকের সাজে দুর্গা প্রতিমা। তাঁর আকর্ষণীয় পুজো মণ্ডপ ও প্রতিমা দর্শন করতে ভিড় করছেন দর্শনার্থীরা। গত বছরও তাঁদের থিম দর্শনার্থীদের মুগ্ধ করেছিল বলে দাবি পুজো উদ্যোক্তাদের।( ছবি ও তথ্য :দীপিকা সরকার)
advertisement
6/6
পুজো কমিটির সম্পাদক হিমাদ্রি ঘোষ জানান, ভারতের রাজধানী নতুন দিল্লিতে অবস্থিত ইন্ডিয়া গেট। ওই স্মৃতিসৌধটি তৈরি করা হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ এবং আফগান যুদ্ধে নিহত ভারতীয় সৈন্যদের সম্মান জানানোর জন্য। এর নকশা করেছিলেন স্যার এডউইন লুটিয়েন্স। আমাদের এই মণ্ডপ দর্শনার্থীদের নজর কাড়ছে।( ছবি ও তথ্য : দীপিকা সরকার)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: আর যেতে হবে না দিল্লি! দুর্গাপুরেই এবার 'ইণ্ডিয়া গেট', রয়েছে বিরাট চমক!