TRENDING:

Durga Puja Carnival 2025: পুজো মিটতেই শহরে কার্নিভালের তোড়জোড়! কোন রাস্তা দিয়ে যাবে শোভাযাত্রা, থাকছে কোন চমক? জানুন খুঁটিনাটি

Last Updated:
Durga Puja Carnival 2025: এবারের দুর্গাপুজো কার্নিভালে বিশেষ আকর্ষণ শঙ্খ ধ্বনি। প্রতিটি পুজো কমিটি সহ হাজার হাজার দর্শনার্থীদের শঙ্খ নিয়ে আসার আহ্বান করেছেন কার্নিভাল উদ্যোক্তারা। শঙ্খ বাজিয়ে উৎসবে মেতে উঠবেন দর্শকরা।
advertisement
1/6
পুজো মিটতেই শহরে কার্নিভালের তোড়জোড়! কোন রাস্তা দিয়ে যাবে শোভাযাত্রা? জানুন খুঁটিনাটি
পুজো শেষ হতে না হতেই আবারও মহা উৎসবে মাতোয়ারা হতে চলেছে দুর্গাপুর শিল্পাঞ্চলবাসী। দুর্গাপুরের বুকে চতুর্থবারের জন্য দুর্গাপুজোর কার্নিভাল অনুষ্ঠিত হতে চলেছে। শনিবার শহরের রাজপথে জমজমাট ও জাঁকজমকপূর্ণ কার্নিভালের শোভাযাত্রা দেখা যাবে। (ছবি ও তথ্যঃ দীপিকা সরকার)
advertisement
2/6
জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩০ শে অগাস্ট দুর্গাপুর মহকুমা শাসক দফতরে দুর্গাপুজো কার্নিভালের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ওই বৈঠকে জেলা প্রশাসন সহ দুর্গাপুরের প্রতিটি দুর্গাপুজো কমিটি উপস্থিত ছিল।
advertisement
3/6
ওই বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী প্রদীপ মজুমদার, পশ্চিম বর্ধমানের জেলাশাসক শ্রী পোন্নাম্বালাম এস, আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান সুভাষ মন্ডল, দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায় এবং মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায় সহ জেলার প্রশাসনিক আধিকারিকরা।
advertisement
4/6
শনিবার তথা ৪ অক্টোবর দুপুর ২:৩০ নাগাদ কার্নিভালের শুভ সূচনা হবে। দুর্গাপুরের মহাত্মা গান্ধী রাস্তায় অন্যান্য বছরের মতো এই বছরও কার্নিভাল অনুষ্ঠিত হবে। রাজীব গান্ধী ময়দান থেকে বিভিন্ন পুজো কমিটি ট্যাবলো করে দুর্গা প্রতিমা সহ নানা থিম নিয়ে হাজির হবে। ওই বর্ণাঢ্য শোভাযাত্রা দর্শনার্থীদের তাক লাগাবে বলে মনে করা হচ্ছে।
advertisement
5/6
এবারের পুজো কার্নিভালে বিশেষ আকর্ষণ থাকছে শঙ্খ ধ্বনি। প্রতিটি পুজো কমিটি সহ হাজার হাজার দর্শনার্থীদের শঙ্খ নিয়ে আসার আহ্বান করেছেন কার্নিভাল উদ্যোক্তারা। শঙ্খ বাজিয়ে উৎসবে মেতে উঠবেন দর্শকরা।
advertisement
6/6
রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর পুরসভার চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায় ও পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় কার্নিভালে উপস্থিত থাকার জন্য শিল্পাঞ্চলবাসীকে আহ্বান জানিয়েছেন। (ছবি ও তথ্যঃ দীপিকা সরকার)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Durga Puja Carnival 2025: পুজো মিটতেই শহরে কার্নিভালের তোড়জোড়! কোন রাস্তা দিয়ে যাবে শোভাযাত্রা, থাকছে কোন চমক? জানুন খুঁটিনাটি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল