Durga Puja 2025: থিমের পুজোয় আলাদা চমক, দেখতে ভিড় জমালেন ভিন রাজ্যের দর্শনার্থীরাও! ছবিতে দেখুন

Last Updated:
অন্যান্য থিমের পুজো ভিড় করার আগে দেখে আসুন এই থিমের পুজো, পাবেন শিক্ষা ও সচেতনতামূলক বার্তা। এখনও দেখা না হলে দেখে নিন ছবিতে
1/6
সাধারণ মানুষকে গঙ্গা দূষণ রোধে সচেতন করতে অভিনব ভাবনা আসানসোল মহকুমার অন্তর্গত চিত্তরঞ্জন পাঁচ পল্লী দুর্গা পুজো কমিটির। গঙ্গাতে সাধারণ মানুষ অনেক বর্জ্য পদার্থ ফেলে দেয়, যার ফলে গঙ্গা দূষণ হয় এবং জল নষ্ট হয়ে পড়ে ও অপবিত্র হয়ে যায়। (ছবি ও তথ্য: রিন্টু পাঁজা)
সাধারণ মানুষকে গঙ্গা দূষণ রোধে সচেতন করতে অভিনব ভাবনা আসানসোল মহকুমার অন্তর্গত চিত্তরঞ্জন পাঁচ পল্লী দুর্গা পুজো কমিটির। গঙ্গাতে সাধারণ মানুষ অনেক বর্জ্য পদার্থ ফেলে দেয়, যার ফলে গঙ্গা দূষণ হয় এবং জল নষ্ট হয়ে পড়ে ও অপবিত্র হয়ে যায়। (ছবি ও তথ্য: রিন্টু পাঁজা)
advertisement
2/6
যা পরিবেশের পক্ষে ক্ষতিকারক একটি বিষয়। এবার সাধারণ মানুষদের সচেতন করতে এই অভিনব ভাবনা নিয়েছে পুজো কমিটি। অন্যান্য থিমের পুজোর মণ্ডপে ভিড় করার আগেই দেখে আসুন এই থিমের পুজো। মণ্ডপে প্রবেশ করলে দর্শনার্থীরা গঙ্গার দুটো দিক দেখতে পাবেন।
যা পরিবেশের পক্ষে ক্ষতিকারক একটি বিষয়। এবার সাধারণ মানুষদের সচেতন করতে এই অভিনব ভাবনা নিয়েছে পুজো কমিটি। অন্যান্য থিমের পুজোর মণ্ডপে ভিড় করার আগেই দেখে আসুন এই থিমের পুজো। মণ্ডপে প্রবেশ করলে দর্শনার্থীরা গঙ্গার দুটো দিক দেখতে পাবেন।
advertisement
3/6
প্রবেশের দিকে দেখতে পাবেন গঙ্গার নির্মম রূপ, গঙ্গার ধারে শিল্পের দূষণ প্লাস্টিকের বোতল, পরিত্যক্ত কাপড় ও পরিত্যক্ত মূর্তিতে ভরা দূষিত নদী যা গঙ্গার বর্তমানে অবস্থা ভয়াবহ চিত্র ফুটিয়ে তোলা হয়েছে।
প্রবেশের দিকে দেখতে পাবেন গঙ্গার নির্মম রূপ, গঙ্গার ধারে শিল্পের দূষণ প্লাস্টিকের বোতল, পরিত্যক্ত কাপড় ও পরিত্যক্ত মূর্তিতে ভরা দূষিত নদী যা গঙ্গার বর্তমানে অবস্থা ভয়াবহ চিত্র ফুটিয়ে তোলা হয়েছে।
advertisement
4/6
মণ্ডপ থেকে বেরিয়ে আসার পথে দেখতে পাবেন আলোক সজ্জার মাধ্যমে সাজিয়ে তোলা হয়েছে সমগ্র মণ্ডপ এবং প্রবাহমান নদী ও ভগবান শিবের একটি মহিমান্বিত মূর্তি।
মণ্ডপ থেকে বেরিয়ে আসার পথে দেখতে পাবেন আলোক সজ্জার মাধ্যমে সাজিয়ে তোলা হয়েছে সমগ্র মণ্ডপ এবং প্রবাহমান নদী ও ভগবান শিবের একটি মহিমান্বিত মূর্তি।
advertisement
5/6
কাশী বিশ্বনাথের মন্দিরের আলোক সজ্জার মাধ্যমে গঙ্গা আরতি তুলে ধরা হয়েছে। এবারে তাদের পুজো ৭৫ তম বর্ষে পদার্পণ করল। প্রায় ১৫ লাখ টাকা খরচ করে এই পুজোর মণ্ডপ ফুটিয়ে তোলা হয়েছে।
কাশী বিশ্বনাথের মন্দিরের আলোক সজ্জার মাধ্যমে গঙ্গা আরতি তুলে ধরা হয়েছে। এবারে তাদের পুজো ৭৫ তম বর্ষে পদার্পণ করল। প্রায় ১৫ লাখ টাকা খরচ করে এই পুজোর মণ্ডপ ফুটিয়ে তোলা হয়েছে।
advertisement
6/6
চিত্তরঞ্জন পাঁচ পল্লী এলাকার দুর্গাপুজো কমিটির চিপ পেট্রন নেপাল চক্রবর্তী বলেন, ”শুধু চিত্তরঞ্জন শহর নয় আসানসোল দুর্গাপুর এমনকি ঝাড়খণ্ড থেকেও বহু মানুষ এই প্রতিমা দর্শন করতে আসছেন। স্বাভাবিকভাবেই আমাদের এই বারের থিম সকালের কাছে নজর কেড়েছে”। (ছবি ও তথ্য: রিন্টু পাঁজা)
চিত্তরঞ্জন পাঁচ পল্লী এলাকার দুর্গাপুজো কমিটির চিপ পেট্রন নেপাল চক্রবর্তী বলেন, ”শুধু চিত্তরঞ্জন শহর নয় আসানসোল দুর্গাপুর এমনকি ঝাড়খণ্ড থেকেও বহু মানুষ এই প্রতিমা দর্শন করতে আসছেন। স্বাভাবিকভাবেই আমাদের এই বারের থিম সকালের কাছে নজর কেড়েছে”। (ছবি ও তথ্য: রিন্টু পাঁজা)
advertisement
advertisement
advertisement